ট্রান্সফার উইন্ডো খোলার পর দল পুনর্গঠন নিয়ে বেশ বেশ সক্রিয় ভূমিকায় দেখা গেছে ক্লাব কর্তাদের। ভারতীয়, বিদেশি দুই বিভাগেই বেশ কিছু পরিবর্তন করতে চাইছেন কর্তারা। কোচের পাঠানো তালিকা অনুযায়ী নতুন খেলোয়াড় দলে নেওয়ার কাজও শুরু করেছে ম্যানেজমেন্ট। তবে এই ট্রান্সফার উইন্ডোতেই দল ছাড়তে পারে বেশ কয়েকজন খেলোয়াড়।

সূত্রের খবর, এবার ইস্টবেঙ্গল থেকে চেন্নাইন এফসির পথে এগোচ্ছে মিডফিল্ডার মোবাশির রহমান। চলতি মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে মাত্র একটি ম্যাচে সাত মিনিট খেলার সময় পেয়েছে মোবাসির। ডুরান্ড কাপে দুই ম্যাচে খেলেছে তেত্রিশ মিনিট। গত মরশুমে সুযোগ পেয়েও দলের হয়ে তেমন কিছু করতে পারেনি সে। সেই সাথে ফিটনেস সমস্যাতেও বেশ ভুগেছে ২৫ বছর বয়সী ঝাড়খণ্ডের এই ফুটবলার।
আরও পড়ুন: কোচিং শুরু করলেন নতুন কোচ হাবাস। সুপার কাপে দায়িত্বে থাকবেন কে?
চলতি ট্রান্সফার উইন্ডোতে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় টার্গেট হায়দ্রাবাদ এফসির নিখিল পূজারী। তবে তাকে দলে নিতে গেলে প্রয়োজন হবে মোটা অঙ্কের ট্রান্সফার ফি। আইএসএলের বেশ কয়েকটি হেভিওয়েট দল তাকে নিখিলকে দলে নিতে আগহ প্রকাশ করেছে। জানা গেছে ভিপি সুহেরের সাথে নিখিলের বদলি করতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। এদিকে হায়দ্রাবাদ এফসি সুহেরকে নিতে আগ্রহী থাকলেও সাথে ট্রান্সফার ফি দিতে হবে তাদের। সেই কারণেই কয়েকজন খেলোয়াড়কে লোনে অন্য দলে পাঠানোর পরিকল্পনা করছে ক্লাব।
You May Like: Scottish Clubs Pursue Curtis Main Amid Bengaluru FC Struggles

গত মরশুমে জামশেদপুর এফসি থেকে মোবাশিরকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। চুক্তি রয়েছে ২০২৫ পর্যন্ত। টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে ফুটবল জীবন শুরু করে মোবাশির। এরপর জামশেদপুর এফসির রিজার্ভ এবং মূল দলে ভালো ফুটবল খেলে নজরে আসে ইস্টবেঙ্গল কর্তাদের। এবার লোনে তাকে চেন্নাইতে পাঠানোর পরিকল্পনা করছে ম্যানেজমেন্ট।