মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে নিল জর্জ টেলিগ্রাফ। কলকাতা লিগের এই ম্যাচে ২-১ গোলে হার মানতে হলো সবুজ-মেরুন শিবিরকে। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। প্রথমে পেনাল্টি থেকে এগিয়ে গেলেও, ম্যাচের শেষ দিকে এসে ভেঙে পড়ল মোহনবাগানের তরুণ দল। ফলে সুপার সিক্সে তাদের ওঠা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
মোহনবাগান আগের দুটি ম্যাচে পাঁচটি করে গোল করলেও, এদিনের খেলায় সেই ধারটা দেখা যায়নি। কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের খেলায় সমন্বয়ের অভাব স্পষ্টভাবে ধরা পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে জর্জের অভিজ্ঞ ফুটবলাররা ম্যাচের দখল নিয়ে নেয়। ডানদিক থেকে রাজ বাস্ফোরকে আটকে দেন মোহনবাগানের মোহন সরকাররা। প্রয়োজনে বাড়তি খেলোয়াড় এনে রক্ষণকে আরও শক্তিশালী করে তোলেন তারা।
ম্যাচের ৩০ মিনিটে সেরটো পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। পেনাল্টি বক্সে জর্জের জুয়েলের হাতে বল লাগার পর, সেই সুযোগ কাজে লাগিয়ে সেরটো গোলকিপারকে ভুল পথে পাঠিয়ে গোল করেন।
তবে এর পর থেকে মোহনবাগানের আক্রমণ তেমন কার্যকর হয়নি। বরং সমান তালে পাল্টা আক্রমণে জর্জ টেলিগ্রাফ তাদের শক্তি প্রদর্শন করে। সুমিত রাঠির রক্ষণভাগে করা একটি ভুল থেকে রাজেন আক্রমণ গড়ে তোলেন, সমরেশের হেড বার থেকে ফিরে আসার পর অমিত এক্কা সেই বলকে গোলে পরিণত করেন।
এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোল আসে জর্জের পক্ষে। মোহনবাগানের গোলকিপার রাজা বর্মণের ভুলের সুযোগ নিয়ে অমিত এক্কা ফের গোল করেন। যদিও সেই গোলের বৈধতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, তবে রেফারি তা আমলে নেননি। শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজিত হয় মোহনবাগান।