
নতুন মরশুমের দলগঠনে বেশ আগেভাগেই নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। একাধিক ভারতীয় প্রতিভাবান ফুটবলারকে নজরে রেখেছে ক্লাব ম্যানেজমেন্ট। সেই তালিকায় প্রথম সারিতেই ছিলেন তরুণ লেফট ব্যাক অভিষেক টেকচাম সিং। শোনা যাচ্ছিল, ফুটবলার ও ক্লাবের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে পরিস্থিতি এখন ঘোরতর অনিশ্চয়তার দিকে।
সম্প্রতি রেভ স্পোর্টসের একটি ভিডিওয় চাঞ্চল্যকর দাবি করা হয়েছে—মোহনবাগানে অভিষেকের সম্ভাব্য যোগদানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন ভারতীয় জাতীয় দলের কোচ মানোলো মার্কোয়েজ। যদিও সদ্যসমাপ্ত এশিয়ান কাপ বাছাইয়ে দলের ব্যর্থতার পর জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে কার্যত ছিটকে গিয়েছেন মার্কোয়েজ, তবে এখনও তিনি এফসি গোয়ার প্রধান কোচ হিসেবে যুক্ত।
ভিডিও সূত্রে দাবি, ভারত বনাম হংকং ম্যাচের পরে মানোলোর সঙ্গে অভিষেকের একটি দীর্ঘ আলোচনা হয়। সেখানেই নাকি মোহনবাগানে না যাওয়ার পরামর্শ দেন কোচ। তাঁর যুক্তি ছিল, ক্লাবে শুভাশিস বসুর মতো অভিজ্ঞ লেফট ব্যাক আগে থেকেই রয়েছেন। সেই কারণে অভিষেক হয়তো নিয়মিত খেলার সুযোগ পাবেন না।
ফলে মোহনবাগানের তরফ থেকে প্রাথমিক আগ্রহ থাকা সত্ত্বেও অভিষেক সিং এখন মোহনবাগানে যোগ দেওয়া নিয়ে পিছু হটেছেন বলে জানা যাচ্ছে। বরং এখন প্রবল সম্ভাবনা, অভিষেক এফসি গোয়াতেই যোগ দেবেন।
অন্যদিকে, সূত্র বলছে, অভিষেককে জায়গা করে দিতে গেলে এফসি গোয়া তাদের বর্তমান লেফট ব্যাক জয় গুপ্তাকে ছাড়তে পারে। বহুদিন ধরেই ইস্টবেঙ্গল জয়কে স্কাউট করছিল। ফলে তিনি যদি ছাড়া পান, তাহলে আগামী মরশুমে লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।
সবমিলিয়ে, অভিষেকের সিদ্ধান্তে একদিকে যেমন গোয়ার পরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে, অন্যদিকে কিছুটা হলেও অস্বস্তিতে মোহনবাগান শিবির।