এবারের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বেশ ঠাণ্ডা মোহনবাগান। কোচ পরিবর্তন হলেও খেলোয়াড় সইয়ের দিক দিয়ে তেমন আগ্রহ দেখায়নি ম্যানেজমেন্ট। এএফসি কাপ, সুপার কাপে দলের পারফরমেন্স হতাশ করেছে সমর্থকদের। তবে নতুন কোচ হাবাসের হাত ধরে দলের সাফল্য আসা নিয়ে আত্মবিশ্বাসী সবুজ মেরুন ব্রিগেড।
পুরো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ধরে নিশ্চুপ থাকার পর শেষ দিন বড়সড় চমক দিল মোহনবাগান। দলের প্রাক্তন খেলোয়াড় জনি কাউকোকে দলে ফেরাচ্ছে তারা। ২০২১-২২ মরশুম থেকে সবুজ মেরুন ব্রিগেডের সাথে যুক্ত ছিল কাউকো। প্রথম মরশুম ঠিকঠাক খেলার পর ২০২২-২৩ মরশুমে চোটের কবলে পড়েন তিনি। হাঁটুর চোটের কারণে পুরো মরশুম থেকেই ছিটকে যান কাউকো। সেবার বাগানের হয়ে মাত্র ৯ ম্যাচ খেলেছিলেন ফিনল্যান্ডের এই ফুটবলার।
হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘদিন থেকেই মাঠের বাইরে জনি কাউকো। মাঝে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে মোহনবাগানের নামও সরিয়েছিলেন তিনি। তাই ধরা হচ্ছিল ক্লাবের সাথে তার যোগাযোগ প্রায় ছিন্ন। চলতি মরশুমের শুরুর দিকেও শোনা যাচ্ছিল বাগানের স্কোয়াডে ব্যাকআপ খেলোয়াড় হিসেবে রাখা হতে পারে কাউকোকে। আজ সকালে এয়ারপোর্টে বসে একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। তারপরেই নিশ্চিত হয় তার ভারতে আসার খবর।
বাগান শিবিরে যোগ দিলেও এখনই মাঠে নামতে পারবেন না জনি কাউকো। পুরোপুরি সুস্থ হতে এখনও সময়ের প্রয়োজন তার। আগামীকাল কলকাতায় পৌঁছবেন তিনি। এবার প্রশ্ন কাউকোকে দলে ফেরানো কতটা যুক্তসঙ্গত? তার বর্তমান বয়স ৩৩ বছর। বিরাট চোট নিয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তাই এটা বলাই যায় মাঠে নামলেও তার খেলায় যথেষ্ট প্রভাব পড়বে।