ইস্টবেঙ্গলের প্রথম তিন ম্যাচে টানা হার এবং কোচ কার্লেস কুয়াদ্রাতের বিদায়ের পর লাল-হলুদের অন্দরে চলছে এক প্রকার অস্থিরতা। এমন কঠিন পরিস্থিতিতে কি কামব্যাক করা সম্ভব? দলের অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জ অবশ্য আত্মবিশ্বাসী। তিনি মনে করছেন, জামশেদপুরের বিপক্ষে ম্যাচেই ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল।

৫ অক্টোবর জামশেদপুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নামবে ইস্টবেঙ্গল। আনোয়ার আলিরা এই ম্যাচটি খেলবেন প্রতিপক্ষের মাঠে, যেখানে গত তিন ম্যাচের পরাজয় এবং কোচের বিদায় দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে বিনো জর্জ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, “দলের ফুটবলারদের প্রতিভার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তারা প্রচণ্ড পরিশ্রম করছে, এবং হ্যাঁ, আমরা কিছু ভুল করেছি। তবে আমি নিশ্চিত, দল ঘুরে দাঁড়াবে। ইস্টবেঙ্গলের চরিত্রই এমন যে, খারাপ সময়েও তারা লড়াই করে ফেরে। খেলোয়াড়রাও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন।”

তবে এই কঠিন সময় দলকে কীভাবে উজ্জীবিত করবেন? বিনো জর্জ জানালেন, “কোচ কার্লেস কুয়াদ্রাত গত দেড় বছরে দলের যে ভিত্তি তৈরি করেছেন, তা আমি সম্মান করি। আইএসএলে একটি জয়ই দলকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। আমার কাজ হবে খেলোয়াড়দের সেরাটা বের করে আনা।”

তাছাড়া, সমর্থকদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন। তাঁর আশা, জামশেদপুর ম্যাচেও সমর্থকদের ভালোবাসা ও সমর্থন পাওয়া যাবে। বিনো জর্জের মতে, “আইএসএলের দৌড় এখনও অনেকটাই বাকি। ২১টি ম্যাচ রয়েছে, এবং দলের মধ্যে সমন্বয় বেশ ভালো। আমরা শক্তিশালী একটি দল এবং জয়ের জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, জামশেদপুরের বিপক্ষে ভালো খেলতে পারব এবং জয় ছিনিয়ে আনব। সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। জামশেদপুরেও চাইব, সমর্থকরা আমাদের পাশে থাকুন। আমরা আমাদের ১০০ শতাংশ দেব।”

তবে, এই ম্যাচেই কি ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘুরবে? তার উত্তর দেবে সময়।

Enable Notifications OK No thanks