ফুটবল জগতে ইনিয়েস্তার সাথে পরিচিত নয় এমন লোকের সংখ্যা খুবই কম। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এফসি বার্সেলোনার সেই সোনালী সময়ের ছবি। মনে পরে জাভি, ইনিয়েস্তা এবং লিওনেল মেসির সেই ত্রিফলা আক্রমণ। বার্সেলোনার ২০’র দশকের শুরুটা চিরস্মরণীয় হয়ে থাকবে এই খেলোয়াড়দের নামেই।
এবার মোহনবাগানের হয়ে মাঠে নামার ইচ্ছে প্রকাশ করলেন সেই আন্দ্রেস ইনিয়েস্তা। ২০০২ থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ ১৭ বছর এফসি বার্সেলোনার হয়ে খেলেন তিনি। ২০১৮’র জুলাইতে যোগ দেন জাপানের প্রথম ডিভিশনের ক্লাব ভিসেল কোবেতে। সেখানে প্রায় ছয় বছর কাটানোর পর চলতি মরশুমে ফের দল বদলান তিনি। তবে এবার নতুন ক্লাবে সই করার আগে মোহনবাগানকে মেইল করে দলে যোগ দেবার ইচ্ছে প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: বসুন্ধরা ম্যাচের মাঠ নিয়ে সরব মোহনবাগান! অভিযোগ এএফসিতে
কিন্তু এক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তার বেতন। মোহনবাগানে আসার জন্য ক্লাবের কাছে ৮ মিলিয়ন ডলার চান ইনিয়েস্তা। ভারতীয় টাকায় যার মুল্য প্রায় ৬৬ কোটি টাকা। আর এখানেই পিছিয়ে আসতে হয় মোহনবাগানকে। কারণ একজন খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য এত টাকা ব্যয় করা অসম্ভব। সেই সাথে ইনিয়েস্তার বর্তমান বয়স ৩৯ বছর। এমনকি শেষ কিছু মরশুমে একেবারেই ছন্দে নেই তিনি। তাই তার এই অফার ফিরিয়ে দেন মোহনবাগান কর্তারা।
মোহনবাগানের তরফে ইতিবাচক প্রতিক্রিয়া না পেয়ে আরবের দল এমিরেটস ক্লাবে সই করেন ইনিয়েস্তা। চুক্তি হয় ২০২৪ পর্যন্ত। হয়ত এরপরেই খেলোয়াড় জীবনে ইতি টানবেন তিনি। তবে তার অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন ফুটবল প্রেমীদের কাছে।