আজ মারডেকা কাপের সেমিফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। তবে ম্যাচে ৪-২ গোলে হার নিয়ে ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। ম্যাচের শুরু থেকেই আক্রমনের তীব্রতা ধরে রাখে মালয়েশিয়া। ফলস্বরূপ ৭ মিনিটেই এগিয়ে যায় তারা। তবে ১৩ মিনিটে সাহালের বাড়ানো বল থেকে গোল করে সমতা ফেরায় নাওরেম মহেশ সিং।

২০ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে ফের এগিয়ে যায় মালয়েশিয়া। নিখিল পুজারির হাল্কা ধাক্কায় ভারতের পেনাল্টি বক্সে গড়িয়ে পড়ে মালয়েশিয়ার এক খেলোয়াড়। আর সেখান থেকেই স্কোরলাইন ২-১ করে বিপক্ষ। ৪২ মিনিটে মেহেতাব সিংহের বড়ো ভুলের কারনে হাফটেইমের আগেই ৩-১ গোলে পিছিয়ে পরে ভারতীয় দল।

ঝাঁঝালো আক্রমণের তীব্রতা নিয়ে দ্বিতীয় হাফ শুরু করে সুনীল ছেত্রিরা। পরপর আক্রমণ চালিয়ে ৫১ মিনিটে ক্যাপ্টেনের গোলে ব্যাবধান কমায় ভারত। তবে ৬১ মিনিটে ফের গোল হজম করতে হয় দলকে। যার কারণে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় ভারত। আগামী ১৭ অক্টোবর তাজিকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলবে হোস্ট মালয়েশিয়া।

আরও পড়ুন: মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস ম্যাচের ভেন্যু নিয়ে ক্ষোভ সমর্থকদের

ম্যাচ হেরে গেলেও একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নজর কেড়েছে ভারতীয় সমর্থকদের। তার মধ্যে সবচেয়ে বড়ো ভারতের নিশ্চিত গোল বাতি করে দেওয়া। ৫৫ মিনিটে নাওরেমের বল গোললাইন পার করলেও গোল দেননি রেফারি। সেই ঘটনা চোখ এড়িয়ে গেছে সাইডম্যানেরও। একাধিকবার আবেদন করলেও গোললাইন টেকনোলজি না থাকায় ভারতের সেই গোল বাতিল করে দেন দায়িত্বে থাকা রেফারি। তবে রিপ্লেতে পরিস্কার দেখা গেছে লাইন পেরিয়ে যাবার পর বল ক্লিয়ার করেছে মালয়েশিয়ার খেলোয়াড়।

এছাড়াও একাধিক হ্যান্ডবল, ফ্রিকিকের আবেদনে কর্ণপাত করেননি রেফারি। এই ম্যাচ ঘিরে আরো এক বড়ো অভিযোগ হলো মাঠ। মাঠের অবস্থা এতই বেহাল যে সেখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায় সেটাই মনে হচ্ছিল না। মাঠের একাধিক জায়গায় ঘাস উঠে তৈরি হয়েছিল চোটের ফাঁদ। সেই কারণেও একাধিকবার আক্রমণের সুযোগ হাতছাড়া হয়েছে ভারতের।

তবে এতসব অভিযোগের পরেও ভারতীয় খেলোয়াড়দের পারফরমেন্স যে আজ যথেষ্ট খারাপ ছিল তা অস্বীকার করার জায়গা নেই। বিশেষ করে রক্ষনে বার বার ভুল করায় গোল করার সুযোগ পেয়েছে মালয়েশিয়া। সেই সাথে আনোয়ার আলীর অনুপলব্ধি আজ বার বার অনুভব করেছে দল। মাঝ রক্ষনে সন্দেশে-আনোয়ার জুটি একাধিক ম্যাচে আটকে দিয়েছিল বিপক্ষকে।

Enable Notifications OK No thanks