আগামীকাল কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচই খেলতে হবে ঘরের বাইরে। নিজেদের মাঠে দলের পারফর্মেন্সে উন্নতি আনলেও বিপক্ষের মাঠে ব্যর্থ হয়েছে দল। কিংস কাপ, মারডেকা কাপে বিফলতা জানান দিয়েছে তারই।

ভারতের সাথে একই গ্রুপে রয়েছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান। ফিফা সারিতে কাতার বাদে পিছিয়ে রয়েছে বাকি দল গুলো। ফিফা তালিকায় ভারতের বর্তমান স্থান ১০২। কুয়েত রয়েছে ১৩৬ নম্বরে। আফগানিস্তান ১৫৪ নম্বরে। আর কাতার রয়েছে ৬১ নম্বরে। আগামী ২১ নভেম্বর ঘরের মাঠে সেই পরাশক্তি কাতারের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে মোকাবিলা করতে হবে কুয়েতের।
আরও পড়ুন: মোহনবাগানে খেলতে আগ্রহী আন্দ্রেস ইনিয়েস্তা! সুযোগ হাতছাড়া বাগানের
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত এবং কুয়েত। গ্রুপ স্টেজের ম্যাচে দু’দলই একটি করে গোল করে। যদিও শেষ মুহুর্ত পর্যন্ত সেখানে এগিয়ে ছিল ভারতীয় দল। টুর্নামেন্টের ফাইনালে আবারও মুখোমুখি হয় এই দুই দল। সেখানে পেনাল্টিতে কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুনীল ছেত্রির দিল। আন্তর্জাতিক ফুটবলে ৫ টি ম্যাচ অনুষ্ঠিত হয় কুয়াত এবং ভারতের মধ্যে। তার মধ্যে দুটো করে ম্যাচ জেতে দুই দল। একটি ম্যাচের ফলাফল অমীমাংসিত।

আগামী ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের আশা বাচিয়ে রাখতে আগামীকালের ম্যাচ থেকে পয়েন্ট তোলা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কুয়েত সিটির আল-হামাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামীকাল ভারতীয় সময় রাত ১০ টায় মুখোমুখি হবে দুই দল। কুয়েতের বিরুদ্ধে এই জয়ের ধারা কি বজায় রাখবে ভারত? সেটাই দেখার বিষয়।
ম্যাচ: কুয়েত বনাম ভারত
তারিখ: ১৬ই নভেম্বর
সময়: রাত ১০টা (ভারতীয় সময়)
স্থান: জাবের আল-হামাদ আন্তর্জাতিক স্টেডিয়াম, কুয়েত