কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবার পর অভূতপূর্ব উন্নতি দেখা গেছে এশিয়ান ফুটবলে। ইউরোপীয় ফুটবল কাপানো একাধিক নাম আগ্রহ দেখিয়েছে সৌদি লীগের মতো টুর্নামেন্টে। ফলস্বরূপ ২০৩৪ এর বিশ্বকাপ ফের এশিয়ায় আয়োজনের প্রস্তাব রাখে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা (ফিফা)। আর এবার তা অনুষ্ঠিত হবে সৌদি আরবে।

সৌদি ২০৩৪ বিশ্বকাপের হোস্ট হিসেবে বিড জেতার পর থেকেই তাদের সাথে আলোচনা শুরু করে এআইএফএফ। বিশ্বকাপের কিছু ম্যাচ ভারতে আয়োজন নিয়ে সৌদি আরব ফুটবল ফেডারেশনকে প্রস্তাব দেয় তারা। ভারতীয় ফুটবল ফেডারেশন সূত্রে খবর, ২০৩৪ বিশ্বকাপের ১০ টি ম্যাচ আয়োজিত হতে পারে ভারতের মাটিতে। এই বিষয়ে প্রসঙ্গ তুলেছেন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। এক্সিকিউটিভ কমিটির সভায় তিনি বলেন ভারতকে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে ভাবা উচিৎ।

আরও পড়ুন: ফুটবল খেলতে গিয়ে শ্রমিকে পরিণত হলো বাংলার ১০ যুব খেলোয়াড়!

২০৩৪ বিশ্বকাপে ৪৮ দল মোট ১০৪ ম্যাচ খেলবে। তাই ভারতের তরফ থেকে আবেদন করা হয় এর মধ্যে ১০ টা ম্যাচ ভারতে আয়োজন করার। উল্লেখ্য, সৌদি আরব ফুটবল ফেডারেশন এবং এআইএফএফ এর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো। কল্যাণ চৌবে দায়িত্বে আসার পর ২০২২ সালে মৌ চুক্তি সই হয় তাদের সাথে। সেবার সন্তোষ ট্রফি আয়োজিত হয়েছিল সৌদিতে। তাই আশা করা যায় ভারতীয় ফেডারেশনের এই আবেদন নিয়ে ভাববেন সৌদি ফুটবল ফেডারেশন।

সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলের প্রতি আগ্রহ দেখিয়েছে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। এএফসির সাথে একাধিকবার ভারত সফরে এসেছেন ফিফা কর্তারা। এমন অবস্থায় এখানে বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হলে যে ভারতীয় ফুটবলে আরও উন্নতি দেখা যাবে তা বলাই বাহুল্য। শুধু তাই নয়, ফুটবলের প্রতি ভালোলাগা আরও কিছুটা বাড়তে পারে ক্রিকেট পাগল জনগণের।

Enable Notifications OK No thanks