কলকাতা ফুটবলের রেফারিংকে আরও নির্ভুল ও আধুনিক করার লক্ষ্যে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এবার নতুন প্রযুক্তি আনতে চলেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আইএফএ কলকাতার ফুটবলে প্রথমবারের মতো প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে। এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে অ্যাডভান্স রেফারিং টেকনোলজি বা সংক্ষেপে ‘আর্ট’।
এই প্রযুক্তি ফুটবলের রেফারিংকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা চার মাসের গবেষণায় এই প্রযুক্তি তৈরি করেছেন, যা বল গোল লাইন অতিক্রম করেছে কি না, তা অত্যন্ত নির্ভুলভাবে নির্ণয় করতে সক্ষম।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সের খেলায় পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সফল হলে পরবর্তীতে অফসাইড ও পেনাল্টির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও এই প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। সচিব আরও বলেন, ‘‘নতুন এই প্রযুক্তি ব্যয়বহুল নয়, এবং ভারতীয় ফুটবলে এটি প্রথমবারের মতো ব্যবহার করা হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এটি ফুটবল সংক্রান্ত প্রথম প্রকল্প।’’
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্ত, সহ-উপাচার্য অমিতাভ দত্ত, আইএফএর অন্যান্য কর্তা ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পদাধিকারীরা। তাঁদের বিশ্বাস, এই নতুন প্রযুক্তি কলকাতা ফুটবলের রেফারিংয়ের মানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।