ভেঙেছে এএফসি কাপের স্বপ্ন। এবার আইএসএলকেই পাখির চোখ করে এগোতে চাইছে মোহনবাগান। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে সবুজ মেরুন ব্রিগেড। জয় মিলেছে সবগুলোতেই। তবে গত ম্যাচে ওড়িশার কাছে ঘরের মাঠে লজ্জাজনক হার নিয়ে প্রশ্ন উঠছে অনেক। সেই সাথে রয়েছে চোট আঘাতের সমস্যা।

আজ হায়দ্রাবাদ এফসির সাথে খেলতে গতকাল দুপুরেই দল নিয়ে ওড়িশায় পৌঁছেছেন কোচ জুয়ান ফেরান্ডো। তবে এই ম্যাচেও পাওয়া যাবে না দলের দুই খেলোয়াড় মানবীর সিং এবং দিমিত্রি পেট্রাটসকে। ঘরের মাঠে শেষ অনুশীলনে উপস্থিত থাকলেও সাইড লাইনে ওয়ার্ম আপ করে দুজন। দল ওড়িশা গেলেও কলকাতাতেই রয়েছে তারা। গত ম্যাচে হারের চাপ থাকলেও কোচ জানান তার কাছে সেসব অতীত। তার লক্ষ্য পরবর্তী চ্যালেঞ্জের দিকে।

আরও পড়ুন: সুপার কাপ ঘিরে প্রশ্ন! ভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ সমর্থকেরা

প্রায় এক মাস পর আইএসএলের যুদ্ধে নামছে মোহনবাগান। গত মাসে একটি ম্যাচ থাকলেও ডিসেম্বরে খেলতে হবে ছয় ম্যাচ। তবে সমস্যার বিষয় হলো হঠাৎ চোটের কবলে পড়া খেলোয়াড়দের অনুপস্থিতি। চোট সমস্যার কারণেই ছন্দপতন দেখা গেছে দলে। এই বিষয়ে কোচ বলেন, “যারা উপলব্ধ আছে তাদের নিয়েই ভাবছি। ফুটবলে চোট আঘাত হয়েই থাকে। এক-দুজন খেলোয়াড় নিয়ে ভাবছি না। আমরা একটা দল হিসেবে লড়াই করি। কখনো সফল হই। আবার কখনো ব্যর্থ। তবে গত দুই ম্যাচের পারফরমেন্সে আমি হতাশ। এখনই বলা মুশকিল কাদের পাওয়া যাবে, কাদের যাবে না। খেলা শুরু হওয়ার ২-৩ ঘণ্টা আগে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে।”

চলতি মরশুমে এখনও জয়ের খাতা খুলতে পারেনি হায়দ্রাবাদ এফসি। সাত ম্যাচ খেললেও রয়েছে শুধু তিনটি ড্র এবং চারটি হার। বিপক্ষের এমন পরিস্থিতি ঘুরে দাড়ানোর ম্যাচে খানিকটা অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের জন্য। তবে দল হিসেবে হায়দ্রাবাদ এফসি মোটেই সহজ প্রতিপক্ষ হবে না। মোহনবাগানের এই বাজে ছন্দে তাদের হারিয়ে খানিকটা উন্নতি করতে চাইবে তারাও।

Enable Notifications OK No thanks