মরশুমের মাঝপথে হঠাৎ করেই পদত্যাগ করলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো। নতুন বছরে শুরুতে বড়ো পরিবর্তন এলো বাগান শিবিরে। ফিরিয়ে আনা হলো দলের প্রাক্তন কোচ তথা বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টোনিও লোপেজ হাবাসকে। তবে ফেরান্ডো পদত্যাগ করার পরেই উঠে আসছে অন্দরের একাধিক খবর।

গত জুন মাসে মোহনবাগানের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে নিযুক্ত হন স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। যদিও তার যোগদানের পরেই ফেরান্ডোর ভবিষ্যত নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। অনেকে মনে করছিলেন, ফেরান্ডোর উপর বাড়তি চাপ রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। গত মরশুমেও ছন্দপতন ঘটেছিল দলের খেলায়। তবে সেখান থেকে দলকে ঠিক পথে নিয়ে আসতে সফল হয়েছিলেন ফেরান্ডো। তাই তার বিকল্প হিসেবে আগে থেকেই আরেক স্প্যানিশ চ্যাম্পিয়ন কোচ হাবাসকে রেখেছিলেন কর্তারা। যদিও টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে যোগদানের পর সেভাবে মাঠে দেখা যায়নি তাকে।

আরও পড়ুন: Indian Football: ভারতীয় ফুটবলকে ছুঁয়ে গেলো বিজেপির রং

ক্লাবসূত্রে খবর, পদত্যাগ করার আগে মোহনবাগান কর্তাদের সাথে আলোচনায় বসেছিলেন ফেরান্ডো। সেখানে দলের বর্তমান পরিস্থিতির কারণ জানতে চেয়ে তাকে প্রশ্ন করেন কর্তারা। অনেক তর্কবিতর্কও হয় দুপক্ষের মধ্যে। সুপার কাপের অনুশীলন শুরু করতে গত মঙ্গলবার কলকাতায় আসেন ফেরান্ডো। বেশ কিছুদিন থেকেই উঠে আসছিল দলের অন্দরের ঝামেলা। এমনকি প্রকাশ্যে বিবাদে জড়িয়েছিলেন আর্মান্ডো সাদিকু এবং জেসন কামিংস। জানা গেছে ড্রেসিংরুমেও দুই ভাগে ভাগ হয়ে গেছিল সবুজ মেরুন ব্রিগেড। বিশেষ করে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সাথে সাদিকুর ঝামেলা নজরে আসে কর্তাদের। খেলোয়াড়দের এই বিষয়ে সতর্ক করেন তারা। ফেরান্ডো দল ছাড়ার পর আপাতত দায়িত্ব যায় সহকারী কোচ ক্লিফর্ড মিরান্ডার উপর। বুধবার বিকেলে খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নামেন তিনি। আপাতত যা পরিস্থিতি, সুপার কাপের আগে হাবাসের কলকাতায় আসা একপ্রকার অসম্ভব।

ফেরান্ডো দল ছাড়ার পরেও একাধিক প্রশ্ন উঠছে ক্লাবের ভবিষ্যত নিয়ে। মূল দলের এতজন খেলোয়াড়ের চোট সমস্যা নিয়ে কতটা সফলতা লাভ করতে পারবে মোহনবাগান? এত কম সময়ে খেলোয়াড়রা কি নতুন কোচের পরিকল্পনার সাথে নিজেদের মানিয়ে নিতে পারবে? একসময় এই দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন হাবাস নিজেও। এবার তিনি দলের খেলায় কতটা উন্নতি করতে পারবেন? মরশুমের মাঝপথে কোচ বদলের এমন সাহসী সিদ্ধান্ত দলের জন্য কতটা ইতিবাচক হয় সেটাই দেখার।

Enable Notifications OK No thanks