মোহনবাগানের হয়ে মাঠ কাপিয়েছেন দীর্ঘদিন। ভরসা দিয়েছেন জাতীয় দলেও। রয়েছে আইএসএল এর অভিজ্ঞতাও। তারপর কোথায় যেন হারিয়ে গেলেন। দু’বছরের দীর্ঘ বিরতির পর ফের প্রফেশনাল ফুটবলে ফিরছেন কেরালা থেকে উঠে আসা ৩৬ বছর বয়সী ফুটবলার।
কেরালার মলপ্পুরমে জন্মগ্রহণ করেন আনাস এডাথডিকা। প্রফেশনাল ফুটবলে হাতেখড়ি মুম্বাই এফসির হয়ে। সেখান থেকে পুনে এফসি, দিল্লি ডায়নামোস, মোহনবাগান, জামসেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স, এটিকে এবং জামসেদপুর এফসির হয়ে খেলেছেন বহু ম্যাচ। মাঝে আবার দু’বছর নিজেকে সরিয়ে রাখেন ময়দান থেকে। তবে এবার ৩৬ বছর বয়সে ফের আইলীগে নামতে চলেছেন আনাস। খেলবেন ঘরের ক্লাবের হয়ে। জানা গেছে এক বছরের চুক্তিতে এবার গোকুলম কেরালার জার্সি গায়ে খেলবেন তিনি।
জাতীয় দলকেও বহুদিন সার্ভিস দিয়েছেন আনাস এডাথডিকা। একসময় আন্তর্জাতিক ফুটবল থেকে বিরতি ঘোষণা করলেও তার প্রয়োজনীয়তা অনুভব করে অবসর ভেঙে তাকে দলে ফেরান কোচ। ২০১৯ সালে ইন্টারন্যাশনাল কাপে তাকে দলে ফেরান কোচ ইগর স্টিমাক। তারপর কিছুদিন ঠিকঠাক খেলা চালিয়ে গেলেও বয়সের কারনে টিকে থাকতে পারেননি লড়াইয়ে। ময়দানে তাকে শেষ দেখা গেছে ২০২১-২২ মরশুমে। সেবার জামসেদপুর এফসির হয়ে ৪ ম্যাচ খেলেছিলেন তিনি। তারপর দীর্ঘদিন বিরতি কাটিয়ে চলতি মরশুমের জন্য গোকুলম কেরালাতে সই করলেন আনাস।
আরও পড়ুন: শাস্তির মুখে বসুন্ধরার পাঁচ ফুটবলার! ম্যাচের আগেই ফ্রন্টফুটে মোহনবাগান
গত আইলীগে ২২ ম্যাচে ১২ জয়, ৩টি ড্র এবং ৭টি হার নিয়ে তৃতীয় স্থানে মরশুম শেষ করেছে গোকুলম। এই মরশুমে তাদের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর ইন্টার কাশির বিরুদ্ধে। সেই ম্যাচের আগেই অভিজ্ঞ এই খেলোয়াড়কে দলে নিয়ে বড়ো চমক দিল তারা।