ডুরান্ড কাপ ২০২৪-এর কলকাতা ডার্বি বাতিল হওয়ার পর যুবভারতী স্টেডিয়ামের বাইরে ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যায়। ডার্বি ম্যাচের বাতিল হওয়ার কারণে সমর্থকদের মনোবেদনা ছিল প্রবল, কিন্তু আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনাটি তাদের হৃদয়ে আরও গভীর আঘাত হানে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে এবার প্রতিবাদে সামিল হন মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকরাও, যেটি কলকাতা ময়দানে বিরল এক ঐক্যের ছবি তুলে ধরে।
কলকাতার ফুটবল ময়দানে সাধারণত তিন প্রধান ক্লাবের সমর্থকদের মধ্যে কোনও দাবি নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার নজির নেই। কিন্তু এবার, ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের সময় গ্যালারিতে আরজি কর কাণ্ডের বিরুদ্ধে সুবিচারের দাবিতে পোস্টার দেখা যায়। সেখানে তিন প্রধানের সমর্থকরা একত্রিত হয়ে একই দাবিতে আওয়াজ তোলেন।
ডুরান্ড কাপ ফাইনালের আগে আরও একবার এই ময়দানি ঐক্যের ছবি দেখা গেল কলকাতার রাস্তায়। ডার্বি বাতিল হওয়ার ১১ দিন পর, আরজি করের ঘটনার প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়, যেখানে শুধু কলকাতার নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন প্রধানের সমর্থকরা অংশগ্রহণ করেন।
মিছিলে মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি, ইস্টবেঙ্গলের লাল-হলুদ রং এবং মহামেডান স্পোর্টিংয়ের সাদা-কালো পোশাকের সমারোহ ছিল চোখে পড়ার মতো। তিন ক্লাবের পতাকা ছাড়াও ফুটবলপ্রেমীদের হাতে জাতীয় পতাকা ছিল এবং সবার একটাই দাবি ছিল: ‘উই ওয়ান্ট জাস্টিস।’
খেলার মাঠে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিংয়ের প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো, কিন্তু তাদের সমর্থকদের এভাবে একসঙ্গে আন্দোলনে সামিল হতে এর আগে দেখা যায়নি। এই ঐক্যের ছবি দেখে আপ্লুত বর্তমান ও প্রাক্তন ফুটবলাররা। মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু ডার্বির দিন সরাসরি সমর্থকদের সঙ্গে রাস্তায় নামেন, এবং দুই প্রধানের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনও সোশ্যাল মিডিয়ায় সমর্থন জানিয়ে সমর্থকদের পাশে দাঁড়ান।
আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ২০২৪-এর ফাইনাল অনুষ্ঠিত হবে, যেখানে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই দিন গ্যালারিতে আবারও সমর্থকদের প্রতিবাদী সুর শোনা যেতে পারে।
এবারের ডুরান্ড কাপ কেবল খেলার নয়, ঐক্যেরও এক অনন্য উদাহরণ হয়ে থাকল।