
কলকাতা শহরের ফুটবল প্রেমীরা এবার শহরের ময়দানকে রাজনীতি থেকে মুক্ত রাখার দাবিতে সরব হয়েছেন। সম্প্রতি রাজনৈতিক প্রচারে তিন প্রধান ফুটবল ক্লাবের শীর্ষকর্তাদের জড়িয়ে পড়া নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে, যা নিয়ে বিক্ষোভে সামিল হন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ক্লাবের সমর্থকরা।
এই বিতর্কের সূত্রপাত ঘটে তৃণমূল কংগ্রেসের একটি ভিডিও থেকে, যেখানে দেখা যায় ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান ক্লাবের শীর্ষকর্তারা শাসক দলের এক প্রার্থীর প্রচারে অংশ নিয়েছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর ফুটবল সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন। তাদের দাবি, ফুটবলকে রাজনীতি থেকে আলাদা রাখা হোক। এক ইস্টবেঙ্গল সমর্থক বলেন, “ফুটবল আমাদের আবেগ, রাজনীতি এতে মিশিয়ে আমাদের আবেগকে আঘাত করা হচ্ছে।”
মঙ্গলবার শহরের গোষ্ঠ পাল মূর্তির পাদদেশে বিক্ষোভের আয়োজন করেন কলকাতার ফুটবল সমর্থকরা। তাঁরা একে একটি নতুন সামাজিক আন্দোলন হিসেবে দেখছেন, যেখানে তাঁদের একমাত্র লক্ষ্য—রাজনীতি মুক্ত ময়দান গড়ে তোলা। এক মোহনবাগান সমর্থক বলেন, “আমরা ফুটবল ভালোবাসি, রাজনীতি নয়। রাজনীতি ফুটবলে ঢুকলে তা শুধু আমাদের প্রিয় খেলা নয়, ক্লাবকেও ক্ষতিগ্রস্ত করবে।”
এ ধরনের আন্দোলনের পেছনে রয়েছে ফুটবলকে পুনরায় সকলের আবেগের প্রতীক হিসেবে গড়ে তোলার ইচ্ছা। সমর্থকরা মনে করেন, রাজনৈতিক স্বার্থে ফুটবলের ব্যবহার কেবল খেলার অবমাননা। তাঁরা চান, ফুটবল ময়দান ও ক্লাবগুলি যেন সব ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকে।