দিন যত যাচ্ছে, চিন্তা যেন ততই বেড়ে যাচ্ছে লাল হলুদ হেড স্যারের। সুপার কাপ ফাইনালের পর থেকেই একের পর এক চিন্তার ভাঁজ পড়ছে কোচ কার্লেস কুয়াদ্রাটের কপালে। আইএসএল ফিরতেই নর্থ ইস্ট ইউনাইটেড এর কাছে ধাক্কা খেতে হয়েছে ইস্টবেঙ্গলকে। মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে দুর্দান্ত খেলে অল্পের জন্য জয় হাতছাড়া করেছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল জনতা আশা করেছিলেন নর্থইস্ট কে হারিয়ে পয়েন্টে টেবিলের প্রথম ছয়ের মধ্যে জায়গা করে নেবেন ক্লেইটন সিলভারা। কিন্তু সোমবার পাঞ্জাব এফসি ৩-১ গোলে কেরালা কে হারিয়ে দেওয়ায় দশম স্থানে নেমে গিয়েছে তাঁদের প্রিয় দল। আজ মঙ্গলবার হেড কোচ কার্লেস কুয়াদ্রাট তাঁর ছেলেপুলেদের নিয়ে কঠিন মুম্বাই সিটির বিরুদ্ধে নামতে চলেছেন সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে।

আজ মুম্বাই সিটি এফসির ম্যাচে কার্ড সমস্যায় থাকছেন না দলের অধিনায়ক ও আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ ফুটবলার ক্লেইটন সিলভা। পাশাপাশি চোটের জন্য সাওল ক্রেস্পো নেই। তিনি স্পেনে ফিরে গিয়েছেন। এরপর চোটের তালিকায় নতুন সংযোজন হোসে পার্দ। নিউটাউনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে সোমবার সন্ধ্যে দলীয় বৈঠকের পর হোসে পার্দ ধীরে ধীরে হেঁটে গিয়ে বসে পড়েছিলেন মাঠের রিজার্ভ বেঞ্চে। তিনি অনুশীলন করেননি। আপাতত লাল হলুদ শিবিরের যা পরিস্থিতি তাতে তিন বিদেশি নিয়ে নামতে হতে পারে আজ মুম্বাইয়ের বিরুদ্ধে। তাও সব কিছু নেই এর মধ্যেও কিছুটা স্বস্তি যে, সৌভিক চক্রবর্তীর কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে মাঠে নামবেন। ভিক্টর ভাস্কেজ কেও প্রথম থেকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন কোচ। সভাবতই কিছুটা হলেও মাঝমাঠ শক্তিশালী হবে। কিন্তু রক্ষন নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে হেড কোচের। লালছুংনুঙ্গা একদম ফর্মেই নেই। পার্দর অনুপস্থিতিতে হিজাজি মাহেরের সাথে একমাত্র লালছুংনুঙ্গা কম্বিনেশন বেঁধে মুম্বাইয়ের বিপিন, চাংটে, দিয়াস দের আক্রমণ সামাল দিতে পারতেন। তাই রক্ষণে পরিবর্তন করার ইঙ্গিত দিয়েছেন কোচ।

এদিকে ভারতে এসেই নর্থইস্ট ম্যাচে খেলতে নেমেছিলেন নতুন বিদেশি ফেলিসিও ব্রাউন। শুধু ম্যাচে নামাই নয়, গোলও করেছিলেন তিনি। এত অল্প সময়ে নিজেকে মানিয়ে নেওয়ার পাশাপাশি এই কঠিন সময়েও দলকে নির্ভরতার বার্তা দিলেন ফেলিসিও। তিনি বলেন,”আগের ম্যাচে গোল করলেও দল জেতেনি। আমার লক্ষ্য দলকে প্লেঅফে তোলা। মঙ্গলবারও গোল করে ম্যাচ জেতানোর চেষ্টা করব।”

Enable Notifications OK No thanks