ইস্টবেঙ্গল আরেক ধাপ এগিয়ে কলকাতা লিগ খেতাবের দিকে। নৈহাটি স্টেডিয়ামে মহামেডানের সঙ্গে ২-২ গোলে ড্র করেও সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে খেতাব জয়ের সম্ভাবনা ধরে রেখেছে বিনো জর্জের দল। দুইবার পিছিয়ে পড়ার পরও দারুণভাবে ফিরে এসে এক পয়েন্ট আদায় করে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। শেষ মুহূর্তে হীরা মণ্ডলের শট মহামেডানের গোলরক্ষক বাঁচিয়ে না দিলে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পেত। বর্তমানে ১৫ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়িয়েছে ৪১, এবং তাদের হাতে থাকা তিন ম্যাচ থেকে চার পয়েন্ট আদায় করতে হবে খেতাব নিশ্চিত করতে।
মহামেডানের বিপক্ষে জয় পেলে খেতাব প্রায় নিশ্চিত হয়ে যেত, তবে ম্যাচ ড্র হওয়ায় এখন অপেক্ষা বাড়ল ইস্টবেঙ্গলের জন্য। মহামেডানের হয়ে গোল করেন বামিয়া সামাদ এবং সোরাইসাম সিং, আর ইস্টবেঙ্গলের হয়ে দু’টি গোল করেন জেসিন টিক।
ম্যাচের ২০ মিনিটে বামিয়া সামাদের গোলে মহামেডান এগিয়ে যায়, জোসেফের পাস থেকে গোল করেন তিনি। কিন্তু ৪০ মিনিটে জেসিনের গোলে ইস্টবেঙ্গল সমতায় ফিরে আসে। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল-হলুদের ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে সোরাইসাম সিং মহামেডানকে ২-১ গোলে এগিয়ে দেন। তবে ৭৬ মিনিটে জেসিন আবারও গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান।
পুরো কলকাতা লিগে ইস্টবেঙ্গল দুর্দান্ত ফুটবল খেলে গেলেও, মহামেডান তাদের গতবারের চ্যাম্পিয়নশিপের ফর্ম পুনরায় অর্জন করতে পারেনি। তবুও, এই ম্যাচে সাদা-কালো ব্রিগেড চমৎকার প্রতিদ্বন্দ্বিতা করেছে। ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের টক্কর দিয়ে তন্ময় এবং পিভি বিষ্ণুদের কোনো সুযোগ দেয়নি হাকিম সেগেন্ডোর দল।