
স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ হতে চলেছেন ইস্ট বেঙ্গলের নতুন হেড কোচ। কয়েক দিনের মধ্যেই তিনি কলকাতায় পৌঁছাবেন, এবং যদি সবকিছু ঠিক থাকে তবে ১৯ অক্টোবরের ডার্বি ম্যাচে লাল-হলুদের ডাগ-আউটে দেখা যাবে অস্কারকে। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) টানা তিন ম্যাচে হারার পর ইস্ট বেঙ্গল কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কুয়াদ্রাত। গত ম্যাচে দলের দায়িত্ব নিয়েছিলেন অন্তবর্তীকালীন কোচ বিনো জর্জ, তবে হারের ধারা থামানো যায়নি। এই পরিস্থিতিতে দ্রুত নতুন কোচের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্ট বেঙ্গল।
অস্কার ব্রুজোঁ ভারতীয় ফুটবলে বেশ পরিচিত নাম। আই লিগে স্পোর্টিং ক্লুব দ্য গোয়া এবং মুম্বাই এফসি-তে কোচিং করানোর পাশাপাশি, তিনি আইএসএল দল মুম্বাই সিটি এফসি-র সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। সম্প্রতি, ছয় বছর ধরে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি এবং ২০২১ সালে বাংলাদেশ জাতীয় দলের অন্তবর্তীকালীন হেড কোচের ভূমিকা পালন করেছেন।
এবার ইস্ট বেঙ্গল সমর্থকরা তাকিয়ে আছেন নতুন কোচের দিকে, যিনি লাল-হলুদের ভাগ্য ফেরাতে পারেন কিনা।