চলতি মরশুমে ইস্টবেঙ্গলের মূল সমস্যা শেষ মুহূর্তে পয়েন্ট নষ্ট করা। পুরো ৯০ মিনিট ফিটনেস ধরে রাখার পরীক্ষায় ব্যর্থ হয়েছে খেলোয়াড়েরা। টুর্নামেন্টের শুরুটা ভালো করেও মাত্র একটি জয় নিয়ে টেবিলের নবম স্থানে লাল হলুদ ব্রিগেড। আজকে তাদের প্রতিপক্ষ ষষ্ঠ স্থানে থাকা নর্থইস্ট ইউনাইটেড এফসি। চলতি মরশুমে দ্বিতীয় ম্যাচ ছাড়া কোনো ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। বার বার এগিয়ে গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে। তবে এই দোষ পুরোপুরি খেলোয়াড়দের উপর চাপিয়ে দিতে রাজি নন কোচ। তার মতে দলটাকে শক্তিশালী এবং ধারাবাহিক করে তুলতে সময় প্রয়োজন। তবে সমর্থকদের প্রত্যাশা যে পূরণ হচ্ছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

আজ যুবভারতীতে মরশুমের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। তবে চলতি মরশুমে ঘরের মাঠই দলের জন্য হয়ে উঠেছে চিন্তার কারণ। এখানে প্রথম তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দল। বাকি দুই ম্যাচের একটিতে ড্র এবং একটি হার। ঘরের মাঠে এমন ফলাফল দলের জন্য হতাশাজনকই বটে। তাই আজ এখানেই রেকর্ডটা খানিকটা বদলাতে চাইবেন কোচ।

আরও পড়ুন: সুপার কাপ ঘিরে প্রশ্ন! ভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ সমর্থকেরা

এই ম্যাচে ইস্টবেঙ্গলের জন্য মূল চিন্তার কারণ হয়ে উঠতে পারে দলের রক্ষণ। দুর্বল ডিফেন্স ভেঙে গোল করে সমস্যা বাড়াতে পারে নর্থইস্ট ইউনাইটেডের পার্থিব গোগোই। সেই সাথে রয়েছে বিপক্ষের বক্সের ভেতর আক্রমণভাগের খেলোয়াড়দের বিফলতা। চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন গুরুত্বপূর্ন খেলোয়াড় বোরহা হেরেরা। এই ম্যাচেও তার উপস্থিতি নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। ফর্মের অভাবে ভুগছে হাভিয়ার সিভেরিও, ক্লেইটন সিলভা, সল ক্রিসপোর মত বিদেশি। আইএসএলে নিজের সবচেয়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে সিভেরিও। চলতি মরশুমে এখনও কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেনি সে। ফলে অতিরিক্ত চাপ থাকছে ক্লেইটন এবং মহেশের উপর। চলতি মরশুমে ছয় ম্যাচে মাত্র ছয়টি গোল করতে পেরেছে ইস্টবেঙ্গল। তার মধ্যে দুটি নাওরেম এবং তিনটি ক্লেইটনের নামে। বাকি একটা এসেছে বিপক্ষের খেলোয়াড়ের পা থেকেই। সাফল্য পেতে যত তাড়াতাড়ি সম্ভব বদলে নিতে হবে এই পরিসংখ্যানও।

আইএসএলের মঞ্চে মোট ছয়বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে মাত্র একবার নর্থইস্টকে হারাতে সফল হয়েছে ইস্টবেঙ্গল। বাকি তিন ম্যাচের ফলাফল নিজেদের নামে করেছে নর্থইস্ট ইউনাইটেড। দুটি ম্যাচ ড্র। চলতি মরশুমেও বেশ ভালই এগোচ্ছে তারা। ফলে তাদের হারাতে বিশেষ পরিকল্পনা তৈরি করতে হবে ইস্টবেঙ্গলের কোচকে।

Enable Notifications OK No thanks