গতকাল কেরালার বিরুদ্ধে ম্যাচ হেরে বেশ সমস্যায় ইস্টবেঙ্গল। শুধু ময়দানের সমস্যা নয়, এবার ময়দানের বাইরেও নতুন বিতর্ক শুরু হলো সমর্থকদের টিফো ঘিরে। গতকাল একাধিক সুযোগ পেয়েও ঘরের মাঠে পয়েন্ট তুলতে পারেনি ইস্টবেঙ্গল। একই পেনাল্টি দুবার মেরেও সেই বল জালে জড়াতে পারেনি ক্লেইটন সিলভা। শুধু তাই নয়, কেরালা ব্লাস্টার্সের গোলকিপারের সেভ করা পেনাল্টি ঘুরে তার পায়ে এলে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেনি সে।
তবে ম্যাচের ফলাফলের চাইতেও বেশি সমালোচনা হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের টিফো ঘিরে। সেখানে দেখা যায় কেরালা ব্লাস্টার্সের এক সমর্থক ইস্টবেঙ্গলের ট্রফি মিউজিয়ামে গিয়ে ট্রফির সংখ্যা দেখে অবাক হয়ে গেছে। উল্লেখ ২০১৪ সালে আইএসএল খেলার উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয় কেরালা ব্লাস্টার্স এফসি। তিনবার লীগের ফাইনাল খেললেও তেমন কোনো মেজর ট্রফি জিততে পারেনি ক্লাবটি। আর এই নিয়েই ক্লাবের সমর্থকদের উদ্দেশ্য এমন টিফো বানায় ইস্টবেঙ্গল সমর্থকেরা।
আরও পড়ুন: কেরালার বিরুদ্ধে লজ্জার হার ইস্টবেঙ্গলের! খলনায়ক ক্লেইটন
তবে তাদের এই উপহাস এসে পরে তাদের উপরেই। খেলা শেষ ইস্টবেঙ্গলের হারের পর তাদের এই টিফো নিয়ে হাসাহাসি শুরু করে কেরালার সমর্থকেরা। ইস্টবেঙ্গল সমর্থকদের খোঁচা দিয়ে তারা লেখে “তোমার ইতিহাস লেখো, আর আমরা স্কোরলাইন লিখি”, ” গ্যালারিতে কেউ আছে?”
এছাড়াও আরও একটি পোস্টার নজরে আসে সবার। সেখানে লেখা ছিল “Well Done JFC Fans”। গত ম্যাচে জামসেদপুর এফসির মাঠে খেলতে যায় মোহনবাগান। সেখানে প্রথমে পিছিয়ে গেলেও পরে সাদিকুর গোলে সমতা ফেরায় সবুজ মেরুন ব্রিগেড। আর তারপরেই গ্যালারিতে উপস্থিত বাগান সমর্থকদের উপর চড়াও হয় জামসেদপুর এফসির কিছু সমর্থক। আহত হয় বেশ কয়েকজন। তাই জামসেদপুর এফসির সমর্থকদের উৎসাহ দিয়ে এমন পোস্টার বানায় তারা। এই নিয়েও শুরু হয়েছে সমালোচনার ঝড়।