১৪ অক্টোবর ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবারের মধ্যে নির্ধারিত কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটি আপাতত স্থগিত করা হয়েছে। আইএফএ জানিয়েছে, অনিবার্য কারণে এই ম্যাচটি নির্ধারিত তারিখে হবে না। নতুন তারিখ ও সময় পরে ঘোষণা করা হবে। ম্যাচটি হওয়ার কথা ছিল ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে।

ডায়মন্ড হারবার আই লিগ ৩ জেতার পর দলকে ছুটি দিয়েছিল, তবে সোমবার ফের অনুশীলনে নামার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল ইতিমধ্যেই তাদের অনুশীলন শুরু করে দিয়েছে।

কলকাতা লিগের শেষ পর্যায়ে এসে বিতর্ক ঘনীভূত হয়েছে। মহামেডানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ২-২ গোলে ড্র করলেও, ভূমিপুত্র নিয়ম ভঙ্গের অভিযোগে শৃঙ্খলারক্ষা কমিটি মহামেডানের থেকে পয়েন্ট কেটে পুরো ৩ পয়েন্ট ইস্টবেঙ্গলকে প্রদান করেছে। এই সিদ্ধান্ত নিয়ে মহামেডান এবং ডায়মন্ড হারবারের সঙ্গে আইএফএ বৈঠক করবে। ডায়মন্ড হারবার সুপার সিক্সে দ্বিতীয় স্থানে থাকলেও ইস্টবেঙ্গলের সঙ্গে সমান পয়েন্টে ছিল, ফলে এই ম্যাচটি কার্যত ফাইনাল হিসেবে বিবেচিত হচ্ছিল।

ফলে, ডায়মন্ড হারবারের সঙ্গে ইস্টবেঙ্গলের এই ম্যাচ কবে পুনঃনির্ধারিত হবে, সেই দিকেই এখন নজর থাকবে।

Enable Notifications OK No thanks