জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে চোটের কারণে একের পর এক খেলোয়াড়কে পরিবর্তন করছে ইস্টবেঙ্গল। এমনকি উইন্ডো বন্ধ হবার পরেও চলছে সেই কাজ। ফেলিসিও এবং ভিক্টর কিছুদিন আগেই যোগ দিয়েছে দলের সঙ্গে। এবার সেই তালিকায় নতুন সংযোজন আলেকজান্ডার পানটিক।

সুপার কাপের পর থেকেই চোট সমস্যায় আক্রান্ত হয় হোসে পার্দো। কিন্তু নর্থইস্ট ম্যাচের পরেই পুরোপুরিভাবে ছিটকে যায় সে। তড়িঘড়ি তার বিকল্প খেলোয়াড়ের খোঁজ শুরু করেন কোচ। দলে নেওয়া হয় ৩১ বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক আলেকজান্ডার পানটিককে। খুব দ্রুত তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ক্লাব।

খেলোয়াড় জীবনে বেশ সুখ্যাতি অর্জন করেছে আলেকজান্ডার। লা লিগা, প্রিমিয়ার লিগা, ইউরোপা লিগ সহ একাধিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ক্রিস্টিয়ানো রোনালদোর, লিওনেল মেসি, করিম বেনজেমার মত একাধিক খেলোয়াড়ের সাথে মাঠ ভাগ করেছে পানটিক। তাই বলা যায় অভিজ্ঞতার দিক থেকেও যথেষ্ট এগিয়ে সে।

সুপার কাপ চ্যাম্পিয়ন হবার পর ফের ছন্দপতন ঘটেছে ইস্টবেঙ্গলের খেলায়। আইএসএলের শেষ তিন ম্যাচে একটি ম্যাচ ড্র এবং দুটি ম্যাচ হেরেছে তারা। জয়ের ধারায় ফিরতে পরপর পরিকল্পনা করছেন কোচ। তার পরিকল্পনায় এবার নতুন মুখ আলেকজান্ডার। এবার দলের সাফল্যে সে কতটা অবদান রাখতে পারে সেটাই দেখার বিষয়।

Enable Notifications OK No thanks