চলতি মরশুমের বিফলতা ভুল আগামী মরশুম নিয়ে ভাবনাচিন্তা শুরু করছে ইস্টবেঙ্গল। এবার আগেভাগেই দল তৈরির কাজ শুরু করতে চাইছে ম্যানেজমেন্ট। কোচের পরিকল্পনা অনুযায়ী একাধিক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার চেষ্টা চালাচ্ছে তারা।

সূত্রের খবর, এবার পাঞ্জাব এফসির বিদেশি মিডফিল্ডার মাদিহ তালালের সঙ্গে প্রি-কনট্র্যাক্ট সই করালো ইস্টবেঙ্গল। চলতি মরশুমে পাঞ্জাব এফসির সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম ২৬ বছর বয়সী ফ্রান্সের খেলোয়াড় মাদিহ তালাল। চলতি আইএসএলে ১৯ ম্যাচে ১২ গোল কন্ট্রিবিউশন রয়েছে তার নামে। ফ্রান্স, গ্রিস, স্পেনের ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তালালের। মূল পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও সেন্ট্রাল মিডফিল্ড এবং সেকেন্ড স্ট্রাইকিং পজিশনেও খেলতে পারে সে। জানা গেছে পাঁচ আইএসএল ক্লাব সহ পাঞ্জাব এফসি ম্যানেজমেন্টও তালালের সাথে নতুন চুক্তি করতে আগ্রহী ছিল। তবে শেষমেষ ইস্টবেঙ্গলের অফারেই আগহ দেখালো সে।

চলতি আইএসএলে একেবারেই বাজে ছন্দের মধ্য দিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। প্রতি মরশুমেই দল গঠনের সমস্যা বেশ ভোগায় ক্লাবকে। তাই এবার আগেভাগেই পরবর্তী মরশুমের দল নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন কোচ। আরও বেশ কিছু নতুন মুখ নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা চলছে তার।

Enable Notifications OK No thanks