আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারী রাউন্ডে খেলবে ইস্টবেঙ্গল। তাই তাদের নিয়ে উঠে আসছে একাধিক জল্পনা। প্রতিদিন শোনা যাচ্ছে নতুন নতুন খেলোয়াড়ের নাম। এশিয়ান কম্পিটিশনকে সামনে রেখে এবার দল তৈরিতে জোর দেওয়ার পরিকল্পনা করছেন কর্তারা।

চলতি মরশুমে ইস্টবেঙ্গলের দুর্বলতার অন্যতম জায়গা দলের ফরওয়ার্ড। গোল করার লোকের অভাব বেশ ভালোভাবেই অনুভব করছে ক্লাব। ক্যাপ্টেন ক্লেইটন সিলভার উপরে যেন অতিরিক্ত নির্ভর হয়ে পড়েছে লাল হলুদ ব্রিগেড। তাই পরবর্তী সিজনে তাকে সাহায্য করার জন্য আরও একজন স্ট্রাইকারের খোঁজে নেমেছে ম্যানেজমেন্ট। একাধিক নতুন স্ট্রাইকারের নাম শোনা গেলেও সবচাইতে জোরালো নাম অজি খেলোয়াড় Jamie Maclaren এর।

Maclaren এর বর্তমান মার্কেট ভ্যালু ১৪.৪ কোটি টাকা। এ-লীগের দল মেলবোর্ন সিটি এফসির অধিনায়ক তিনি। এবারের লীগে দলের হয়ে ২১ ম্যাচে ৮ টি গোল এবং ২ টি এ্যাসিস্ট রয়েছে তার নামে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ৩০ ম্যাচ খেলেছেন Maclaren।

আরও পড়ুন: বড়ো চমক ইস্টবেঙ্গলে! আরও এক বিদেশি খেলোয়াড়কে সই করালো দল

যদিও তার ইস্টবেঙ্গলে যোগদানের খবর এখনও পর্যন্ত শুধুই জল্পনা। ক্লাবের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী ৩০ জুন মেলবোর্ন সিটি এফসির সঙ্গে চুক্তি শেষ হবে Maclaren এর। সেই কারণেই তার ইস্টবেঙ্গলে আসার খবর ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।

Enable Notifications OK No thanks