
ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড়ো সুখবর! অভিজ্ঞ বাঙালি মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী আরও দুই মরসুম লাল-হলুদ জার্সিতে খেলবেন। ক্লাব কর্তৃপক্ষ সৌভিকের সঙ্গে ২০২৬-২৭ মরসুম পর্যন্ত চুক্তি নবায়নের ঘোষণা করেছে।
২০২২ সালে হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন সৌভিক। এরপর থেকেই তিনি হয়ে ওঠেন দলের মধ্যমণি। মাঠে তাঁর উপস্থিতি শুধু খেলার ধারাই বদলায়নি, বরং তাঁর নেতৃত্বগুণও প্রমাণ করেছে তিনি একজন প্রকৃত টিম ম্যান। ইতিমধ্যেই ক্লাবের হয়ে ৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছেন, মাঠে কাটিয়েছেন ৪,৬০০ মিনিটেরও বেশি। গোল করেছেন একটি, করিয়েছেন একটি।
গত মরসুমেও সৌভিক ছিলেন দুরন্ত ছন্দে। সব মিলিয়ে ২৮টি ম্যাচে অংশ নিয়েছেন, যার মধ্যে ইন্ডিয়ান সুপার লিগেই খেলেছেন ২০টি ম্যাচ। তাঁর পারফরম্যান্সে উঠে এসেছে ৬৬টি বল রিকভারি, ২১টি ক্লিয়ারেন্স, ১৯টি ইন্টারসেপশন, ৪৪টি সফল ডুয়েল, ১২টি এরিয়াল ডুয়েল জেতা এবং ৭৮% পাসিং অ্যাকিউরেসির মতো গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।
চুক্তি নবায়নের পর ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবই সিংটো বলেন,
“সৌভিকের মতো নিবেদিতপ্রাণ ফুটবলারকে আরও দুই বছর ধরে রাখতে পেরে আমরা গর্বিত। সে দলের সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতিচ্ছবি। ওর অভিজ্ঞতা ও পেশাদারিত্ব আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণা।”
মশাল ব্রিগেডের প্রধান কোচ অস্কার ব্রুজোও সৌভিকের ভূমিকার প্রশংসা করে বলেন,
“এটি কেবল একজন মানসম্পন্ন খেলোয়াড়কে ধরে রাখার ব্যাপার নয়, বরং ক্লাবের পরিচয় ও মূল্যবোধকে সম্মান জানানোর বিষয়। সৌভিকের মতো খেলোয়াড় দলের মধ্যে যে সম্মান অর্জন করেছে, তা ওর অবদানেরই প্রমাণ।”
নিজের অনুভূতি জানিয়ে সৌভিক বলেন,
“ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে খেলা সবসময়ই গর্বের। গত তিন বছরে অসংখ্য স্মরণীয় মুহূর্তের অংশ হতে পেরেছি। এবার আগামী দুই মরসুমে আরও ভালো খেলতে চাই এবং তরুণদের পাশে থেকে ক্লাবকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে চাই।”
সৌভিক চক্রবর্তীর চুক্তি নবায়নের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল, অভিজ্ঞতা ও নেতৃত্বে ভরসা রেখে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এগোচ্ছে ইস্টবেঙ্গল এফসি।