পাঞ্জাব এফসির বিরুদ্ধে লীগের শেষ ম্যাচে হেরে আইএসএলের সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে গেছে ইস্টবেঙ্গল। ষষ্ঠ দল হিসেবে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হলো চেন্নাইয়েন এফসি। চলতি মরশুমে লাল হলুদের সবচেয়ে বড়ো পাওনা সুপার কাপ। দীর্ঘদিন পর কোনো সর্বভারতীয় টুর্নামেন্ট জিতেছে ক্লাব। সেই সাথে উত্তীর্ণ হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এর প্রিলিমিনারী রাউন্ডে।
আগামী মরশুমের জন্য দল নিয়ে এবার আগেভাগেই পরিকল্পনা শুরু করেছে ইস্টবেঙ্গল। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ইতিমধ্যেই দলে চূড়ান্ত হয়েছে আই লীগ কাপানো যুব খেলোয়াড় ডেভিড। এছাড়াও একাধিক খেলোয়াড়ের সাথে কথা চলছে ম্যানেজমেন্টের। সূত্রের খবর, এবার মহামেডানে ডেভিডের সতীর্থ লালরেমসাঙ্গাকে সই করতে চাইছে লাল হলুদ ব্রিগেড।
আই লীগের জন্য রাজস্থান ইউনাইটেড থেকে লোনে লালরেমসাঙ্গাকে দলে নিয়েছিল মহামেডান স্পোর্টিং। এবারের আই লীগ এবং ডুরান্ড কাপ মিলিয়ে মোট ২৩ ম্যাচে আটটি গোলও এবং চারটে অ্যাসিস্ট রয়েছে তার নামে। উইং এ লালরেমসাঙ্গা এবং ফরওয়ার্ড এ ডেভিড, এই জুটি নিয়েই এবার আই লীগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান। এবার একসাথে এই দুই খেলোয়াড়কে মাঠে নামাতে চায় লাল হলুদ ব্রিগেড।
লালরেমসাঙ্গর সঙ্গে রাজস্থান ইউনাইটেডের চুক্তি ২০২৫ পর্যন্ত। সেই সাথে তাকে দলে রাখতে চায় মহামেডান স্পোর্টিংও। শুধু তাই নয়, আইএসএলের আরও দুই ক্লাব নর্থইস্ট ইউনাইটেড এফ এবং জামশেদপুর এফসির অফারও পৌঁছে গিয়েছে তার কাছে। তাই লালরেমসাঙ্গাকে দলে নেওয়াটা খুব একটা সহজ হবে না ইস্টবেঙ্গলের জন্য।