ট্রান্সফার উইন্ডো খোলার আগেই বড়ো চমক দেওয়ার লক্ষ্যে ইস্টবেঙ্গল। চলতি মরশুমের প্রথম কিছু ম্যাচে দেখা মিলেছিল এক অন্যরকম ইস্টবেঙ্গলের। তবে আইএসএল শুরু হতেই ফের ছন্দপতন। লীগের শুরুতে বেশ চনমনে লাগলেও একাধিক সুযোগ হেলায় হারিয়েছে দলের খেলোয়াড়েরা। নষ্ট হয়েছে একাধিক পয়েন্টও। অনেকে আবার প্রশ্ন তুলছেন কোচের স্ট্রাটেজি নিয়েও।

চলতি মরশুমে দলের ব্যার্থতার অন্যতম কারণ ভারতীয় স্ট্রাইকার। ভালো মানের গোলস্কোরারের অভাবে ভুগছে লাল হলুদ ব্রিগেড। ভারতীয়দের মধ্যে দলের হয়ে গোল করেছে শুধুমাত্র নাওরেম মহেশ সিং। কিছুটা একই অবস্থা বিদেশি বিভাগেও। ক্লেইটন ছাড়া স্কোরশিটে নাম তুলতে পারেনি কেউই। একাধিক সুযোগ তৈরি হলেও হাতছাড়া হয়েছে সেগুলো। আইএসএলে মোট চার ম্যাচে ইস্টবেঙ্গলের গোলের সংখ্যা চার।
আরও পড়ুন: গুরুতর চোট আনোয়ার আলীর! বাদ যেতে পারে জাতীয় দল থেকেও
গোলের এই খরা কাটাতে দীর্ঘদিন থেকেই ক্লাবের নজরে রয়েছে মহামেডান স্পোর্টিং-এর গোলমেশিন ডেভিড লালহানসাঙ্গাকে। মরশুমের শুরু থেকেই দারুন ছন্দে রয়েছে ডেভিড। এবারের ডুরান্ড কাপ এবং কলকাতা লীগের সর্বোচ্চ গোলদাতা ২১ বছর বয়সি এই মনিপুরী ফুটবলার। ডুরান্ড কাপে সেভাবে সফলতা না পেলেও এবার সিএফএল ঘরে তুলেছে মহামেডান। দলের অন্যমত খেলোয়াড় ডেভিডের সাথে চুক্তি বাড়াতে চেয়েছে তারাও। তবে আইএসএলের একাধিক দলের অফার থাকায় আর আই লীগে খেলতে চাইছে না ডেভিড লালহানসাঙ্গা।

মহামেডানের সঙ্গে ৩১ মে ২০২৪ পর্যন্ত চুক্তি ডেভিডের। তাই ইচ্ছে থাকলেও এখনই আইএসএলে আসতে পারবে না সে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে নেওয়ার বিষয়ে মহামেডান কর্তাদের সাথে আলোচনা চলছে ইস্টবেঙ্গল শিবিরের। জানা গেছে ৫ বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে ডেভিডকে দলে নিতে চাইছে লাল হলুদ ব্রিগেড। শুধু ইস্টবেঙ্গল নয়, চেন্নাইন এফসি, হায়দ্রাবাদ এফসি, ওড়িশা এফসি, এফসি গোয়ার মতো দলেরও অফার রয়েছে ডেভিডের কাছে। তবে আপাতত এগিয়ে ইস্টবেঙ্গল। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারিতে লাল হলুদ শিবিরে যোগ দিতে পারে ডেভিড লালহানসাঙ্গা।