নতুন মরসুমে কলকাতা লিগের অভিযান শুরু করেই ঝড় তুলল ইস্টবেঙ্গল। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে একতরফা ম্যাচে মেসারার্স ক্লাবকে ৭-১ গোলে উড়িয়ে দিল বিনো জর্জের দল। গোলের মালায় প্রতিপক্ষকে জড়িয়ে রেখে চ্যাম্পিয়নের মতোই যাত্রা শুরু করল লাল-হলুদ ব্রিগেড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে দাপট দেখায় ইস্টবেঙ্গল। ২৩ মিনিটে প্রথম গোলটি করেন মনোতোষ মাজি। এর ১০ মিনিট পর ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। ৩৭ মিনিটে গুইতের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। প্রথমার্ধে দুই দলই একবার করে বার কাঁপালেও, গোলের খাতায় নাম লেখাতে ব্যর্থ হয় মেসারার্স ক্লাব।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি গোলের খোঁজে প্রতিনিয়ত প্রতিপক্ষ বক্সে হানা দিতে থাকে তারা। ৫০ মিনিটে তন্ময় দাস চতুর্থ গোল করেন। এরপর বদলি হিসেবে নামা জেসিন টি ৬৩ ও ৬৫ মিনিটে টানা দুই গোল করে ব্যবধান বাড়ান। মেসারার্স ক্লাবের হয়ে ৬৯ মিনিটে একমাত্র সান্ত্বনার গোলটি করেন অ্যান্ডি জাখারি।

শেষ দিকে একাধিক আক্রমণ রুখে দেন মেসারার্স গোলকিপার লাইমুজাম কেন সিং। তবে যোগ করা সময়ে দুর্দান্ত এক দূরপাল্লার শটে ম্যাচের সপ্তম গোলটি করেন সুমন দে।

ইস্টবেঙ্গলের হয়ে গোলদাতারা:
মনোতোষ মাজি, সায়ন বন্দ্যোপাধ্যায়, গুইতে, তন্ময় দাস, জেসিন টি (২), সুমন দে
মেসারার্স ক্লাবের হয়ে গোল:
অ্যান্ডি জাখারি

প্রসঙ্গত, গত মরসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন এখনো ঘোষিত হয়নি, কারণ সেই সিদ্ধান্ত রয়েছে আদালতের বিচারাধীন। তবে নতুন মরসুমে যেভাবে শুরু করল ইস্টবেঙ্গল, তাতে তাদের দিকেই চোখ থাকছে সমর্থকদের।

Enable Notifications OK No thanks