
অস্কার ব্রুজ়োর ওপর আস্থা রাখল ইস্টবেঙ্গল। ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, প্রধান কোচ হিসেবে তাঁর চুক্তি আরও এক মরসুমের জন্য বাড়ানো হয়েছে। ফলে ২০২৫-২৬ মরসুম পর্যন্ত লাল-হলুদ শিবিরেই থাকছেন ব্রুজ়ো।
গত মরসুমে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের দায়িত্ব নেন ব্রুজ়ো। প্রথম পাঁচ ম্যাচে পরপর হার দেখে কার্লেস কুয়াদ্রাতকে ছাঁটাই করে ক্লাব, এবং দায়িত্ব দেওয়া হয় ব্রুজ়োকে। শুরুতেই ডার্বি ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে হারলেও এরপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত আইএসএলে ২৪ ম্যাচে আট জয়, চার ড্র ও বারোটি হারে ২৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করে দল।
তাঁর কোচিংয়েই ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। সেই ধারাবাহিকতা, এবং দলের উন্নতির দিকে নজর রেখেই ব্রুজ়োর সঙ্গে চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল।
গত মরসুমেই বোঝা গিয়েছিল, ব্রুজ়োকে নিয়েই আগামী দিনের পরিকল্পনা করছে ক্লাব। বারপুজোর অনুষ্ঠান ঘিরে ক্লেটন সিলভার সঙ্গে প্রকাশ্যে মতবিরোধের পর ক্লাবের তরফে সিলভাকে ছেড়ে দেওয়া হয়। তখনই স্পষ্ট হয়ে যায়, ব্রুজ়োই ক্লাবের অগ্রাধিকারে।
চুক্তি বাড়ানোর পর ব্রুজ়ো বলেন, “ইস্টবেঙ্গল আমার প্রতি যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। গত মরসুমে আমাদের শুরুটা ভালো ছিল না, কিন্তু আমরা দল হিসেবে লড়াই করেছি। এবার শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য থাকবে। সমর্থকেরা আমাদের পাশে ছিলেন, এবার তাঁদের মুখে হাসি ফোটাতে চাই।”