আজ বাংলার ফুটবলে সদ্য উঠে আসা ক্লাব ডায়মন্ড হারবার এফসি বিরুদ্ধে ইস্টবেঙ্গল ময়দানে একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করেছিল ম্যানেজমেন্ট। কিন্তু সেখানেও আশানুরূপ সাফল্য পেল না লাল হলুদ ব্রিগেড। দীর্ঘ বিরতির পর মাঠে নামার আগে খেলোয়াড়দের চাঙ্গা করে নিতেই আয়োজন করা হয় এই ম্যাচের। তবে ৯০ মিনিট শেষে খেলার ফলাফল থেকে যায় ০-০।
চলতি মরশুমের শুরুটা বেশ ভালই ছিল ইস্টবেঙ্গলের জন্য। মরশুমের প্রথম ডার্বি জয়, ডুরান্ড কাপে ভালো ফল, আইএসএলে তুলনামূলক ভালো শুরু, সবটাই চলছিল ক্লাবের সাথে। তবে বর্তমানে আবারও ব্যাকফুটে লাল হলুদ ব্রিগেড। আইএসএলের দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার পর শেষ দুই ম্যাচে বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়ার বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে দলকে। শেষ ম্যাচ হারার পর কোচের স্ট্রাটেজি নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। এমনকি নেরোকা এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও হার মানতে হয়েছে খেলোয়াড়দের।
আরও পড়ুন: মন ভাঙলো ভারতীয় সমর্থকদের! ভারতে আসছেনা নেইমার জুনিয়র
আজ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মোট ১৬ জন খেলোয়াড়কে মাঠে নামায় ইস্টবেঙ্গল। প্রথম একাদশে ছিল আদিত্য পাত্র (গোলরক্ষক), হিজাজি মাহের (রক্ষণ), নিশু কুমার (রক্ষণ), এডউইন সিডনি ভান্সপল (রক্ষণ), সৌভিক চক্রবর্তী (রক্ষণ), হোসে পারদো (রক্ষণ), অজয় ছেত্রি (মাঝমাঠ), গুরনাজ সিং (মাঝমাঠ), মোবাশির রহমান (মাঝমাঠ), ভিপি সুহের (আক্রমণ) এবং বিষ্ণু টিএম (আক্রমণ)। এছাড়াও পরিবর্ত হিসেবে নামে তন্ময় দাস, মহিতোষ রায়, গুরসিমরত সিং, অতুল উন্নিকৃষ্ণণ এবং অভিষেক কুঞ্জম।
উল্লেখ্য, এদিন পুরো ৯০ মিনিট মাঠে রাখা হয় ডিফেন্ডার হিজাজি মাহেরকে। আইএসএলের মত মঞ্চে তাকে নামানোর আগে এদিন ডায়মন্ড হারবারের বিরুদ্ধে তাকে পরিক্ষা করে নেন কোচ। তবে সিনিয়র দলের একাধিক খেলোয়াড় উপস্থিত থাকলেও এই ম্যাচে জয় পায়নি ইস্টবেঙ্গল। ড্র নিয়েই খুশি থাকতে হবে দলকে।