রেলওয়ে এফসিকে হারিয়ে ইমামি ইস্টবেঙ্গল কলকাতা লিগ ২০২৪-এর শীর্ষস্থান দখল করল। পিভি বিষ্ণু ও সায়ন বন্দোপাধ্যায় চোটের কারণে অনুপস্থিত থাকলেও, লাল-হলুদ ব্রিগেড জয় ছিনিয়ে নিতে কোনও সমস্যা হয়নি। প্রথম গোল করতে কিছুটা সময় লাগলেও, গোটা ম্যাচ জুড়ে ইস্টবেঙ্গলকে খুব একটা চাপে পড়তে হয়নি। প্রথম গোল আসে মুশারফের পাস থেকে, আর দ্বিতীয় গোল করেন আদিল অমল।

ম্যাচের ২৬ মিনিটে প্রথমবার আক্রমণে উঠে আসে লাল-হলুদ। সেই সময় আমন সিকে-র শট অল্পের জন্য বাইরে চলে যায়। ৩৫ মিনিটে আদিল অমলের দূর থেকে নেওয়া শট কোনওমতে সেভ করেন রেলওয়ের গোলকিপার শুভঙ্কর। প্রথমার্ধের রেগুলেশন টাইমে ইস্টবেঙ্গল কোনও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। তবে অ্যাডেড টাইমে মুশারফের বাঁ দিক থেকে নেওয়া ক্রস ফার পোস্টে লেগে জালে জড়ায়, শুভঙ্কর বলের ফ্লাইট মিস করায় রেলওয়ের সমস্যা বাড়ে।

প্রথমার্ধে লং বল খেলায় গোলের সুযোগ তৈরি করতে সমস্যা হচ্ছিল। তবে প্রথমার্ধের শেষদিকে বল মাটিতে রেখে খেলা শুরু করলে খেলার নিয়ন্ত্রণ ফিরে পায় বিনো জর্জের ছেলেরা। ৫৯ মিনিটে গোল শোধ করার মতো পরিস্থিতি তৈরি করেছিল রেল, কিন্তু সুকুমারের হাফ টার্নে নেওয়া শট বাইরে চলে যায়। ৬৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ইস্টবেঙ্গল, কিন্তু পরিবর্ত হিসেবে নামা আজাদের শট শুভঙ্কর হাতে লাগিয়ে সেভ করেন।

Enable Notifications OK No thanks