ইস্টবেঙ্গল হারলেও ব্যস্ততা কমছে না। কলকাতা ডার্বিতে হারের পর সোমবারই তারা ভুবনেশ্বর উড়ে গেছে, মঙ্গলবার ওড়িশা এফসির বিপক্ষে কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে। নতুন কোচ অস্কার ব্রুজো আশাবাদী, এই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে পারে ইস্টবেঙ্গল। তবে ব্রুজো স্বীকার করেছেন যে এখনও দলের অনেক জায়গায় উন্নতির প্রয়োজন। তিনি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন ফুটবলারদের ফিটনেস এবং মানসিক প্রস্তুতির ওপর। যদিও অনুশীলনের সময় স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোর আচরণ ভালোভাবে নেননি কোচ, অনুশীলনের মাঝে ডেভিড লালানসাঙ্গার সঙ্গে এক ধরণের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

ব্রুজো গত বছর বসুন্ধরা কিংসের কোচ থাকাকালীন এএফসি কাপে ওড়িশা এফসিকে হারিয়েছিলেন, তাই দলের সম্পর্কে কিছুটা ধারণা তাঁর আছে। তবে ইস্টবেঙ্গলকে জেতাতে হলে দলকে তাদের সেরাটা দিতে হবে বলেও মনে করেন তিনি। তিনি বলেন, “আমরা গত ম্যাচে ভালো খেলতে পারিনি, প্রতিপক্ষ আমাদের সব জায়গাতেই ছাপিয়ে গিয়েছিল। কিন্তু আগামী ম্যাচে আমাদের মধ্যে জেতার ইচ্ছাশক্তি দেখতে পাবেন।”

তবে স্পেনীয় কোচ কাজটি যে সহজ হবে না তা মেনে নিচ্ছেন। তিনি বলেন, “দলকে নিয়ে মাত্র দুটো সেশন করেছি। এখনও ফুটবলারদের পুরোপুরি বোঝাতে পারিনি আমার কৌশল কী। ওদের আরও আগ্রাসী হতে হবে, সঙ্ঘবদ্ধভাবে খেলতে হবে এবং প্রতিপক্ষকে বেশি জায়গা দেওয়া যাবে না। আমাদের কাছে আসা সুযোগগুলো কাজে লাগাতে হবে।”

ওড়িশার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ব্রুজো জানান, তার দর্শন সম্পূর্ণরূপে ফুটবলারদের মধ্যে ঢুকতে সময় লাগবে। তবে ক্লাবের হাতে বেশি সময় নেই, তাই দ্রুত ফলাফল আনতে হবে। তিনি বলেন, “আমরা যদি পরবর্তী দুটি ম্যাচ জিততে পারি, তাহলে পয়েন্ট টেবিলে উপরে উঠে আসার সুযোগ রয়েছে। তবে পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, একসময় আমাদের পরিশ্রমের ফল আসবেই।”

অনুশীলনে ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করেন ব্রুজো। মজার কিছু খেলার মাধ্যমে অনুশীলন শুরু করান তিনি। দলে ফুরফুরে মেজাজে ছিলেন ক্লেটন সিলভা, দিয়ামানতাকোস এবং মাদিহ তালাল। দলকে তিন ভাগে ভাগ করে ছোট ছোট পাসিং অনুশীলনের পর সঙ্ঘবদ্ধ আক্রমণ কৌশল নিয়েও কাজ করেন।

অস্কার ব্রুজো বিশেষ করে হিজাজি মাহের এবং দিয়ামানতাকোসকে নিয়ে কাজ করেছেন। হেক্টর ইয়ুস্তে এবং ক্লেটন সিলভাকে প্রথম একাদশে না রাখার ইঙ্গিতও দিয়েছেন তিনি। মার্ক জোথানপুইয়া এবং নাওরেম মহেশ চোটের কারণে অনুশীলনে অংশ নিতে পারেননি।

অনুশীলনের মাঝে ক্রেসপোর উত্তপ্ত প্রতিক্রিয়ার বিষয়টি ছাড়া বাকিটা সময় নির্বিঘ্নেই কেটেছে।

Enable Notifications OK No thanks