শনিবার ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লিগের একটি খেলা দেখতে উপস্থিত ছিলেন সিনিয়র দলের কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় তিনি খেলাটি দেখতে পারেননি। এরপর বিকেলে ক্লাব কর্তা দেবব্রত সরকারের সঙ্গে বৈঠক করেন কুয়াদ্রাত। মূলত দলের পারফরম্যান্স নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

যদিও কুয়াদ্রাত ও দেবব্রত উভয়েই এই বৈঠকের বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি, তবে সূত্রের খবর অনুযায়ী ডুরান্ড কাপে দলের ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে। কুয়াদ্রাত দলকে নিয়ে এখনই হতাশ না হতে অনুরোধ করেছেন এবং ক্লাব কর্তারা চান আইএসএলে দল যেন ভালো পারফর্ম করে। কুয়াদ্রাতও এই লক্ষ্যের প্রতি জোর দিয়েছেন।

তবে রেফারিং নিয়ে দু’জনেই অসন্তুষ্ট। সূত্রের দাবি, ডুরান্ড এবং এএফসি-তে খারাপ রেফারিংয়ের শিকার হওয়ার কারণে দেবব্রত বিরক্ত। ক্লাবের তরফে ডুরান্ড কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। এমনকি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বেও ইস্টবেঙ্গল খারাপ রেফারিংয়ের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন দেবব্রত।

অন্যদিকে, পঞ্জাবের বিরুদ্ধে টাইব্রেকারে জিতলেও মোহনবাগানের খেলায় সন্তুষ্ট নন গ্রেগ স্টুয়ার্ট। পঞ্জাব ম্যাচে গোল করা স্টুয়ার্টের মতে, তাদের আরও উন্নতি করতে হবে। ম্যাচের পর তিনি বলেন, “পঞ্জাব কঠিন প্রতিপক্ষ ছিল। আমাদের কিছু জায়গায় ভুল হয়েছে। সবে মাত্র দ্বিতীয় ম্যাচ একসঙ্গে খেলেছি। আরও কঠোর পরিশ্রম করতে হবে।”

Enable Notifications OK No thanks