ইস্টবেঙ্গল কলকাতা লিগে দুর্দান্ত ফর্ম বজায় রেখেছে। সোমবার, ১২ অগস্ট, লাল-হলুদ ব্রিগেড ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে নেমেছিল এবং ১-০ গোলে জয়লাভ করে। এই ম্যাচে দলের হয়ে জয়সূচক গোলটি করেন জেসিন টিকে। এবার চলুন ম্যাচের বিশদ বিবরণে যাওয়া যাক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তোলে ইস্টবেঙ্গল। চার মিনিটের মধ্যেই ভবানীপুরের পাল্টা ট্যাকলে জড়িয়ে পড়ে খেলা। বক্সের ভেতরে ইস্টবেঙ্গলের মহম্মদ রোশালকে ফাউল করেন মদন মান্ডি, যার ফলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। মাত্র ৬ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জেসিন। গোল করার পর সমর্থকদের উদ্দেশ্যে দুই বাহু প্রসারিত করে উদযাপন করেন তিনি। প্রথমার্ধে নির্ধারিত সময় শেষে ৩ মিনিট অতিরিক্ত খেলা হলেও, কোনো দলই গোলের ব্যবধান বাড়াতে পারেনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের গোল পার্থক্য বাড়ানোর প্রত্যাশা থাকলেও, বাস্তবে তা ঘটেনি। নির্ধারিত ৯০ মিনিট শেষে আরও ৮ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও, শেষ পর্যন্ত ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। আগামী ১৮ অগস্ট ডুরান্ড কাপে ডার্বি ম্যাচের আগে এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে, সেটা নিশ্চিতভাবে বলা যেতে পারে।

উল্লেখ্য, ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে পরপর দুই ম্যাচে জয়লাভ করল। বর্তমানে তারা ৮ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করে বি গ্রুপের শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে, ভবানীপুর ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

Enable Notifications OK No thanks