ইস্টবেঙ্গল (East Bengal) ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরে আসছে কোচ অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে। আইএসএলের দ্বিতীয় ডার্বি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে রুখে দেওয়ার পর একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। তবে চোট আঘাতের সমস্যা এখনও দলের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার মাদিহ তালাল এসিএল চোটের কারণে পুরো মরসুম থেকেই ছিটকে গিয়েছেন। ফলে এই মরসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি। এটি নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা। তালাল ছাড়াও দলের দুই স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো (Saul Crespo) এবং হেক্টর ইউস্তেও চোট সমস্যায় ভুগছেন। যদিও হেক্টরের চোট গুরুতর নয়, তবে সাউলের অবস্থা কিছুটা উদ্বেগজনক।

ভারতীয় খেলোয়াড়দের দিয়ে চোটের অভাব পূরণের চেষ্টা করা হলেও বিদেশি তারকাদের অভাব স্পষ্ট। তাই আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নতুন বিদেশি ফুটবলার সই করানোর পরিকল্পনা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে চোটের পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশেষ সূত্রে জানা গেছে, সাউল ক্রেসপোর মেডিকেল রিপোর্ট ২৮শে ডিসেম্বরের মধ্যে হাতে পাওয়া যাবে। রিপোর্টে সবকিছু ঠিক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই অনুশীলনে ফিরতে পারেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

এই বিষয়ে ইস্টবেঙ্গলের কর্তা বিভাস বর্ধন আগরওয়াল জানিয়েছেন, সাউলের চোটের ব্যাপারে ম্যানেজমেন্ট যথেষ্ট সতর্ক। দলের বর্তমান অবস্থা বিবেচনা করে খুব শীঘ্রই নতুন খেলোয়াড় সইয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Enable Notifications OK No thanks