শেষ ম্যাচে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারায় মোহনবাগান। স্কোরশিটে নাম তোলে দলের তিন স্ট্রাইকার দিমি পেট্রাটস, জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকু। সেই সাথে ছিল গোলে বিশালের বিশাল প্রদর্শন। গত কিছু ম্যাচে বিপক্ষের রক্ষণভাগে গিয়ে খেই হারিয়ে ফেলছিল সবুজ মেরুন ব্রিগেড। দীর্ঘদিন পর চোখে পড়ল দলের ফরওয়ার্ড লাইনের বড়ো সফলতা। ম্যাচ জিতে লীগ শিল্ড জয়ের রাস্তা আরও কিছুটা পরিষ্কার করে নিল মোহনবাগান।
এদিন ম্যাচে সবচাইতে বেশি নজর কাড়ে দিমি পেট্রাটস। মাত্র ৭ মিনিটে তার গোলে লিড নেয় মোহনবাগান। গোল করার পর তার সেলিব্রেশনের নজর কাড়ে সমর্থকদের। মনে পড়ে সেই নস্টালজিক সময়ের কথা। দীর্ঘদিন পর ফের কলকাতা ময়দানে ফেরে স্টেইন গান। একসময় বাগানের প্রায় প্রতি ম্যাচেই দেখা যেত এই স্টেইন গান সেলিব্রেশনের। সনি নর্দের এই মুহূর্ত গুলো চিরস্থায়ী হয়ে রয়েছে মোহনবাগানিদের মনে। এদিন গোল করার পর এইভাবেই উদযাপন করতে দেখা গেল দলের আরও এক ফ্যান ফেবারেট খেলোয়াড় দিমিত্রি পেট্রাটসকে।
আরও পড়ুন: নির্বাসিত হলো ইস্টবেঙ্গল! মুখ পুড়ল বাংলার ফুটবলের
ম্যাচ শেষে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিমি। সেখানে এক সমর্থক মন্তব্য করে ” দয়া করে রোজ এই সেলিব্রেশনের করুন”। উত্তরে সে লেখে “ক্লাব কিংবদন্তি এবং সমর্থকদের প্রিয় সনি নর্দের জন্য একবার এই সেলিব্রেশনের।” সেই পোস্টেই নর্দে লেখে “তুমি তোমার কাজ করতে থাকো।” বাগানের অতীত এবং বর্তমান তারকা খেলোয়াড়ের মধ্যে এই আলাপ নজর কেড়েছে সমর্থকদের।
প্রতি বছরের মতো এবারও দারুন ছন্দে রয়েছে দিমি। প্রতি ম্যাচেই মাঠে নজর কাড়ছে সে। চলতি আইএসএলে ১৪ ম্যাচে ৭ গোল এবং ১টি অ্যাসিস্ট রয়েছে তার নামে। পুরো মরশুমে এখনও পর্যন্ত ২৬ ম্যাচ খেলে ১২ গোল এবং ৫ অ্যাসিস্টের মালিক সে। মাঝমাঠ, আক্রমণ দুই বিভাগেই সমানভাবে সক্রিয় সে।