আগামীকাল মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। প্রতিপক্ষ চেন্নাইন এফসি। গত মরশুমে চেন্নাই এর বিরুদ্ধে সেভাবে প্রভাব খাটাতে পারেনি জুয়ান ফেরান্ডোর দল। তবে এবার প্রথম দুই ম্যাচ হেরে কোনঠাসা প্রতিপক্ষ। অন্যদিকে ডুরান্ড কাপ থেকেই ধারাবাহিক ভাবে নিজেদের পরিচয় দিয়ে আসছে সবুজ মেরুন ব্রিগেড। সেই রেকর্ড অব্যাহত আইএসএল এবং এএফসি কাপেও। আইএসএলে প্রথম দুই ম্যাচ জিতে আপাতত টেবিলের শীর্ষে মোহনবাগান। তবে তাতেও চেন্নাইকে সমিহ করতে বাকি রেখলেন না ফেরান্ডো। ফুটবলে স্কোরলাইন যে যখন তখন পালটে যেতে পারে সেই কথাই বললেন তিনি। চলতি মরশুমে রেকর্ড পরিমান অর্থ ব্যয় করে চেন্নাই এর ঘরের ছেলে অনিরুদ্ধ থাপা কে দলে নিয়েছে মোহনবাগান। আগামীকাল প্রাক্তন দলের বিরুদ্ধে প্রথমবার মাঠে নামবে সে। পর পর ম্যাচ খেলায় খানিকটা ক্লান্ত দলের মূল খেলোয়াড়েরা। তাই বৃহস্পতিবার অনুশীলনে তাদের সাথে দীর্ঘ সময় কাটান দলের ফিজিও।
চলুন দেখে নিই এই ম্যাচে কেমন হতে পারে মোহনবাগানের একাদশ। গোলকিপার হিসেবে থাকবে বিশাল কাইথ। রক্ষনে শুভাশীষ বোস, হেক্টর ইউতসে এবং আনোয়ার আলী। উইং এ লিস্টন কোলাসো এবং মানভির সিং। মাঝমাঠে হুগো বুমোস, অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ। ফরওয়ার্ড এ জেসন কামিংস এর দিমিত্রি পেট্রাটস।
আইএসএলের প্রথম দুই ম্যাচ জিতে আপাতত দারুন আত্মবিশ্বাসী সবুজ মেরুন ব্রিগেড। এবার দেখার মরশুমের শুরুতেই জয়ের হ্যাটট্রিক করতে পারে কি না তারা।