এবারের ISL এর ঘরের বাইরে প্রথম ম্যাচে বড়ো জয় মোহনবাগানের। আজ চেন্নাইন এফসির বিরুদ্ধে জহরলাল নেহেরু স্টেডিয়ামে মাঠে নামে সবুজ মেরুন ব্রিগেড। সেই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরল শুভাশিস বোসরা।

শুরু থেকেই বিপক্ষের ওপর কড়া আক্রমণাত্মক মনোভাব বজায় রাখে মোহনবাগান। চলতে থাকে একের পর এক আক্রমণ। ফলস্বরূপ ২২ মিনিটের মাথায় গোল তুলে নেয় দিমিত্রি পেট্রাটস। সাহাল আব্দুল সামাদের বাড়ানো বল জালে জড়িয়ে চেন্নাইয়ের কফিনে প্রথম পেরেকটা পুঁতে দেয় সে।

দ্বিতীয় গোলের ক্ষেত্রেও বল বাড়ানোর কারিগর সেই সাহাল। বক্সের ভেতর সাহালের পায়ের কাজে নাস্তানাবুদ হয়েছে চেন্নাইয়ের রক্ষণ। শেষমেষ কামিংস এর টোকায় গোলকিপারকে পার করে জালে জরায় বল। ০-২ এর লিড নিয়ে প্রথম হাফ শেষ করে মোহনবাগান। দ্বিতীয় হাফের শুরু থেকেও বজায় থাকে সেই একই রকম আক্রমণের তেজ। তবে পরিবর্তন হিসেবে নামা রাফায়েল ক্রিভেলারোর ফ্রিকিক থেকে করা গোলে ৫৫ মিনিটের মাথায় ব্যবধান কমায় চেন্নাই।

শুরুতে ব্যবধান কমলেও চোখের পলক পড়ার সাথে সাথেই ফেল স্কোন লাইনে পরিবর্তন আনে মোহনবাগান। ৫৬ মিনিটের মাথায় সাহালের বাড়ানো আরো একটি বল থেকে খেলার ফলাফল ১-৩ করে মানভির সিং। এখানেই শেষ নয়। এরপর একাধিক আক্রমণ তৈরি হলেও গোল করতে পারেনি কোন দলই। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সেই আক্রমণ ছিল মোহনবাগানের। সম্পূর্ণ ম্যাচে প্রায় ৬০ শতাংশ বল পজিশন ধরে রাখে তারা। মোট শটের সংখ্যা ২০ টি, যার মধ্যে গোলে শট ৯ টি। পাসিং অ্যাকুরেসি ৮০ শতাংশ। পরপর তিন ম্যাচ জয় তুলে টেবিলের প্রথম পজিশনটা আরো কিছুটা পোক্ত করল সবুজ মেরুন ব্রিগেড। দ্বিতীয় পজিশনে থাকা এফসি গোয়ার সাথে পয়েন্টের ব্যবধান ৩। যদিও মোহনবাগানের তুলনায় একটি ম্যাচ কম খেলেছে তারা। তবে মোহনবাগানের আজকের ম্যাচ যে তাদের দলগত শক্তির অন্ন্যতম উদাহরণ সেটা একদম পরিষ্কার।

Enable Notifications OK No thanks