শুক্রবার সুপার কাপে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। ডার্বির আগে মানষিকভাবে খানিকটা এগিয়ে লাল হলুদ ব্রিগেড। ম্যাচ ড্র হলেও পরবর্তী রাউন্ড খেলার ছাড়পত্র পাবে তারা। দুই দলের মধ্যে পয়েন্ট এবং গোল ব্যবধান সমান হলেও গোল করার দিক থেকে একটু এগিয়ে ইস্টবেঙ্গল। তাই ম্যাচ ড্র হলেই নক আউট স্টেজে জায়গা পাবে কার্লোস কুয়াদ্রাতের দল।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন মোহনবাগানের দায়িত্বপ্রাপ্ত কোচ ক্লিফোর্ড মিরান্ডা এবং অজি ডিফেন্ডার ব্র্যান্ডন হামিল। আর সেখানেই নতুন করে আবার বিতর্কের সৃষ্টি করলেন তিনি। কনফারেন্সে তাকে প্রশ্ন করা হয়, “ডার্বিতে জয় নিয়ে কতটা আত্মবিশ্বাসী তারা?” উত্তরে তিনি বলেন, “অ্যাটলেটিকো ডি কলকাতা, এটিকে, এটিকে মোহনবাগান হোক বা মোহনবাগান সুপার জায়েন্ট, সবসময়ই আমরা ভালো খেলে এসেছি। তাই আত্মবিশ্বাসী এবারেও ভালো কিছু হবে।”
আরও পড়ুন: মহামেডানের চমক এইবার আইলিগের অন্যতম দামী এই বিদেশি
এটিকে বিতর্কের সঙ্গে বেশ ভালো ভাবেই পরিচিত ময়দানের ফুটবলপ্রেমীরা। বহু যুদ্ধের পর ক্লাবের সন্মান ফেরাতে সফল হয়েছে সমর্থকেরা। দীর্ঘদিন কর্তাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা। অবশেষে গতবার চ্যাম্পিয়ন হবার পর মোহনবাগানের নামের আগে থেকে এটিকে তুলে নেয় ম্যানেজমেন্ট। সুদূর অস্ট্রেলিয়া থেকে ভারতে ফুটবল খেলতে এসেছেন ব্র্যান্ডন হামিল। তাই মোহনবাগানের ঐতিহ্য সম্পর্কে হয়তো তিনি সেভাবে অবগত নন। ক্লাব সম্পর্কে হয়তো তাকে সেভাবে কেউ কিছু বলেনি। তাই নিজস্ব অভিজ্ঞতাই তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে।

আজ ফের এক বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে এই ম্যাচ। টুর্নামেন্টে আবার বেশ ভালই লড়াই করছে ইস্টবেঙ্গল। গত ম্যাচে আবার গোলের দেখা পেয়েছে দলের অফ ফর্মে থাকা ফুটবলার সিভেরিও তোরো। সেটাও চিন্তার বিষয় হতে পারে মোহনবাগানের জন্য।