গতকালই দীর্ঘ ১২ বছরের অপেক্ষা কাটিয়ে কোনো সর্বভারতীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। সুপার কাপের এই অধ্যায়টা লেখা থাকবে স্বর্ণাক্ষরে। ফাইনালে ওড়িশা এফসিকে ২-৩ গোলে হারিয়ে ওড়িশা থেকে ট্রফি কলকাতা নিয়ে আসে লাল হলুদ ব্রিগেড। কোচ ট্রেভর মরগানের হাত ধরে ২০১২ সালে শিলিগুড়িতে ডেম্পো এফসিকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছিল তারা। এর প্রায় এক দশক পর কোচ কার্লেস কুয়াদ্রাতের নেতৃত্বে গতকাল ওড়িশাকে হারিয়ে সুপার কাপ ঘরে তুলল ইস্টবেঙ্গল।

চ্যাম্পিয়ন হবার ঠিক পরের দিনই দলের অন্দরমহল থেকে উঠে এলো এক অপ্রত্যাশিত খবর। জানা গেছে বাকি মরশুমের জন্য দলের অন্যতম গুরুত্বপূর্ন মিডফিল্ডার বোরহা হেরেরাকে অন্য দলে পাঠাতে চলেছে ইস্টবেঙ্গল। তাকে দলে নেওয়ার জন্য ম্যানেজমেন্টের সাথে আলোচনা শুরু করেছে এফসি গোয়া। আইএসএল এর পরবর্তী ম্যাচগুলোর জন্য লোনে এফসি গোয়া শিবিরে যোগ দিতে চলেছে বোরহা।

আরও পড়ুন: ১২ বছরের অপেক্ষার অবসান! সুপার কাপেই বাজিমাত ইস্টবেঙ্গলের

চলতি মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে মোট ১৯ ম্যাচ খেলেছে বোরহা হেরেরা। আইএসএলে একটি গোলও রয়েছে তার নামে। এছাড়াও রয়েছে তিনটি অ্যাসিস্ট। তবে গত মরশুমের তুলনায় এবার খানিকটা ছন্দহীন লেগেছে তাকে। সেই কারণেই হয়তো তাকে গোয়ায় পাঠিয়ে নতুন খেলোয়াড়ের খোঁজে নামছে ইস্টবেঙ্গল।

এবারের আইএসএলে আপাতত অষ্টম স্থানে রয়েছে লাল হলুদ ব্রিগেড। তবে টুর্নামেন্টের দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ক্লাব। সুপার কাপে এমন পারফরমেন্স সেই স্বপ্নে আরও কিছুটা রসদের যোগান দিয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি আবারও চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। সেলিব্রেশনের আবহ কাটিয়ে এবার প্রস্তুতি শুরু হবে সেই ম্যাচের জন্য।

Enable Notifications OK No thanks