এবারের কলকাতা লীগে দারুন পারফরম্যান্স দেখিয়ে শিরোপা ঘরে তুলেছে মহামেডান স্পোর্টিং। তবে তারা চ্যাম্পিয়ন হলেও ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে সুপার সিক্সে ওঠা সব কটা দল। প্রতি ম্যাচেই থাকছে টানটান উত্তেজনা। তবে আইএফএর কিছু সিদ্ধান্ত নিয়ে হচ্ছে প্রবল সমালোচনা। সেই কথা শোনা গেল ভবানীপুর কর্তাদের মুখেও।
এবারের কলকাতা লীগ থেকে তৃতীয় ডিভিশন আই লীগের টিকিট পেয়েছে ভবানীপুর। তাই আপাতত সেখানেই মনঃসংযোগ করতে চাইছে দল। সেই টুর্নামেন্টে ভালো খেলাই এখন মূল লক্ষ্য তাদের। সেই কারণে এবার ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের বিরুদ্ধে কলকাতা লীগের বাকি ম্যাচ গুলো খেলবে না ভবানীপুর। আইএফএর দফতরে পাঠানো চিঠিতে তারা এই বিষয়ে তাদের মতামত জানান আয়োজকদের। তবে প্রশ্ন উঠছে, শুধুই কি আই লীগ তৃতীয় ডিভিশন খেলার উদ্দেশ্যে কলকাতা লীগের বাকি থাকা ম্যাচগুলো বয়কট করছে ভবানীপুর? নাকি এর পেছনে রয়েছে অন্য কারণও?
আরও পড়ুন: মোহনবাগানের রক্ষণে কতটা গুরুত্বপূর্ণ আনোয়ারের উপস্থিতি?
আইএফএ কর্তাদের পাঠানো চিঠি দেখে বোঝা গেছে, ভবানীপুরের লীগের বাকি ম্যাচ গুলো খেলতে না চাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। তার মধ্যে অন্যতম লীগ শেষ হবার আগেই মহামেডান স্পোর্টিংকে চ্যাম্পিয়ন ঘোষণা করা। লীগের একাধিক ম্যাচ বাকি থাকতেই আয়োজকরা মনে করেছেন মহামেডানের প্রাপ্ত পয়েন্ট সংখ্যা পর্যন্ত আর কোনো দলই পৌছতে পারবে না। তাই টুর্নামেন্ট শেষ হবার আগেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে তাদের।
আইএফএর দফতরে পাঠানো চিঠিতে ভবানীপুর কর্তারা লেখেন “আগামী ডিসেম্বরে আমাদের ক্লাব আই লীগ তৃতীয় ডিভিশনে অংশ নেবে। পুরো টিম আসন্ন টুর্নামেন্টে ভালো ফল করার জন্য মুখিয়ে আছে। সেই কারণেই ম্যানেজমেন্ট ঠিক করেছে ক্যালকাটা ফুটবল লীগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে অংশ নেবে না দল”।
তারা আরও লেখেন “যেহেতু সিএফএলের চ্যাম্পিয়ন ইতিমধ্যেই ঘোষিত হয়ে গেছে, ম্যানেজমেন্ট মনে করছেন যেখানে টুর্নামেন্ট শেষ হবার আগেই বিজয়ী দল ঘোষণা করা হয়ে গেছে, সেখানে বাকি ম্যাচ খেলার আর কোনো মানে হয় না।” ভবানীপুর কর্তাদের চিঠিতে এটা পরিষ্কার শুধু পরবর্তী টুর্নামেন্টে অংশ নেবার জন্য নয়, আইএফএ কর্তাদের সিদ্ধান্তও তাদের বাকি ম্যাচ গুলো না খেলার পেছনে গুরুত্ব রাখে। এবার দেখার প্রতুত্তরে কী জানায় আইএফএ।