গত মরসুমে দুরন্ত ফর্মে ছিলেন দিমিত্রি পেত্রাতোস। তাঁর ১০ গোল মোহনবাগান সুপার জায়েন্টকে লিগ শিল্ড জেতাতে বড় ভূমিকা পালন করেছিল। কিন্তু এবার চিত্রটা কিছুটা ভিন্ন। এখনো পর্যন্ত গোলের দেখা পাচ্ছেন না তিনি, আর সেই কারণেই নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন।

আগামী শনিবার মোহনবাগান তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরুর বিপক্ষে। ম্যাচের আগে পেত্রাতোস জানান, “আমি কখনোই নিজের খেলা নিয়ে সন্তুষ্ট থাকি না। গত মরসুমেও ছিলাম না। ফুটবলে সবসময় উন্নতির জায়গা থাকে, আর আমি সেই চেষ্টাই করছি। মরসুমের শুরু হয়েছে মাত্র, কিন্তু আমি এখনও নিজের পারফরম্যান্স নিয়ে খুশি নই। আশা করি, আগামী দিনে উন্নতি হবে।”

অ্যাওয়ে ম্যাচ নিয়ে চিন্তিত নন কোচ হোসে মোলিনা। তিনি বলেন, “আমরা কোন মাঠে খেলছি বা কোন দলের বিরুদ্ধে খেলছি তা নিয়ে চিন্তা করি না। বেঙ্গালুরু এই মরসুমে ভালো খেলছে, তাই তাদের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা ঠিক করে তৈরি হয়েছি। বাইরের মাঠে খেলা বলে বিশেষ কোনো বাড়তি প্রস্তুতি নিচ্ছি না।”

গত ম্যাচে জেমি ম্যাকলারেন মাঠে নামলেও, তিনি খেলেছেন শেষ ১৫ মিনিট। বেঙ্গালুরু ম্যাচে শুরু থেকেই ম্যাকলারেনকে খেলানো হবে না, সেটা পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন পেত্রাতোস। তিনি আরও বলেন, “ম্যাকলারেন খুব ভালো ফুটবলার। আমি ওর সঙ্গে আগে খেলেছি। ও দ্রুত ফিট হওয়ার চেষ্টা করছে এবং আশা করছি শীঘ্রই আমরা একসঙ্গে মাঠে নামতে পারব।”

এখন এই গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান কিভাবে নিজেদের গেমপ্ল্যান সাজায়, সেটাই দেখার বিষয়।

Enable Notifications OK No thanks