আইএসএল কাপ ফাইনাল মাঠে গড়ালেও বিতর্ক যেন থামছেই না। এবার মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল বেঙ্গালুরু এফসি। ক্লাবের দাবি, যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ চলাকালীন তাদের সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে।

বেঙ্গালুরু এক বিবৃতিতে জানায়, ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা তাদের সমর্থকদের দিকে বাজি ছোড়া হয়। এর ফলে এক জন সমর্থকের চোখে আঘাত লাগে এবং আরও কয়েক জনের শরীরে আগুনে পোড়া ক্ষত হয়। আহতদের মধ্যে ক্লাবের অন্যতম কর্ণধার পার্থ জিন্দলের নামও উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার পর বেঙ্গালুরু এফসি লিখিতভাবে অভিযোগ জানিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং আইএসএল-এর আয়োজক সংস্থা এফএসডিএলের কাছে। তারা অনুরোধ করেছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং ভবিষ্যতে যাতে কোনও স্টেডিয়ামে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে, সে জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।

বেঙ্গালুরু জানিয়েছে, ঘটনাটি প্রাণঘাতী না হলেও এর গুরুত্ব অবহেলা করা যায় না। সময় থাকতেই এই ধরনের আচরণ বন্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, এর আগে আইএসএল-এর সেমিফাইনালের প্রথম লেগে জামশেদপুরে খেলতে গিয়ে মোহনবাগানও অভিযোগ করেছিল যে, সেখানকার সমর্থক ও পুলিশের হাতে তাদের কিছু সমর্থক আক্রান্ত হয়েছিলেন। এবার সেই মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধেই উঠল নতুন অভিযোগ। এখন ফুটবলমহলের নজর থাকবে মোহনবাগান কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার দিকে।

Enable Notifications OK No thanks