সন্তোষ ট্রফিতে বাংলা দলের ম্যাচের সময় নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন কোচ রঞ্জন চৌধুরি। যদিও ম্যাচের সময়সূচিতে কোনরকম পরিবর্তন করা হয়নি। আর এইবার সেই সকাল ৯টার থেকে শুরু হওয়া ম্যাচেই ক্লান্তির ছাপ দেখা গেলো বাংলার ছেলেদের মধ্যে।
ওড়িশার বিরুদ্ধে ০-২ গোলে জেতার পর আজ দিল্লির বিরুদ্ধে সকাল ৯টায় খেলতে নেমেছিল বাংলা দল। গত ম্যাচের গোলদাতা বিজয় মুর্মু লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেনি সে। তাই প্রথম থেকে খানিকটা চাপেই ছিল বাংলা দল। যদিও গোলের জন্যে ক্রমাগত চেষ্টা চালিয়ে গেছে দিপেন্দুরা। কিন্তু শেষে ১ পয়েন্টেই মাঠ ছাড়তে হয় তাদের।
সন্তোষ ট্রফিতে পর পর দুই ম্যাচ সকাল ৯টার থেকে শুরু হওয়ায় আগেই ক্ষোভ ফেটে পড়েছিলেন কোচ। তিনি জানান, এত সকালে ম্যাচ দিলে ফুটবলারদের ভোর বেলায় ঘুম থেকে উঠে দেড় ঘণ্টা জার্নি করে মাঠে এসে ম্যাচ খেলতে খুবই সমস্যা হয়। যদিও এই ড্র নিয়ে খুব একটা চাপে নেই বঙ্গ ব্রিগেড। টেবিলে এখনও শীর্ষস্থানে তারাই আছে। বঙ্গ ব্রিগেডের এর পরের ম্যাচ আছে ১৩ই অক্টোবর হরিয়ানার বিরুদ্ধে।
আজকের দিল্লি বনাম বাংলা ম্যাচে বাংলা দলের প্রথম এগারো –
শংকর রায় (গোলকিপার), দিপেন্দু বিশ্বাস, উজ্জ্বল হাওলাদার, জিতেন মুর্মু, নরহরি শ্রেষ্ঠা, সায়ন ব্যানার্জী, বিক্রম প্রধান, রুহুল পুরকাইত, বিল্লু তেলি, রানা ঘরামী, চাকু মান্দি