মোহনবাগান, ভারতের শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব, আবারও প্রমাণ করল তাদের চমক দেওয়ার ক্ষমতা। বিগত কয়েক মরশুমে তারা দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিন্সের মতো হাইপ্রোফাইল বিদেশী ফুটবলারদের দলে নিয়ে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হল ভারতীয় ফুটবলার লালেংমাওইয়া রাল্টে, ওরফে আপুইয়া।

সবুজ-মেরুন ব্রিগেড ভারতীয় ফুটবলারদের দলভুক্ত করতে বদ্ধপরিকর ছিল। গত কয়েক সিজনে গোটা দেশ থেকে একের পর এক ভারতীয় ফুটবলারকে সই করিয়ে তারা মাঠে তাদের প্রভাব দেখিয়েছে। এবার সেই ধারা অব্যাহত রেখেছে মোহনবাগান সুপারজায়ান্টস। আপুইয়াকে সই করিয়ে নিঃসন্দেহে বড়সড় চমক দিল তারা।

গত আইএসএল সিজনের পর থেকেই আপুইয়াকে দলে টানার জন্য লড়াইয়ে নেমেছিল বিভিন্ন ফুটবল ক্লাব। বেঙ্গালুরু ও গোয়ার পাশাপাশি কলকাতা ময়দানের দুই প্রধান ক্লাব ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টসও তাকে দলে ভিড়ানোর চেষ্টা করেছিল। একসময় ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত আপুইয়া বেছে নিলেন মোহনবাগানকে।

জানা গেছে, প্রায় ৫ বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিচ্ছেন এই মিজো মিডফিল্ডার। যদিও এখনো সরকারিভাবে যোগদানের কথা জানানো হয়নি, তবে কয়েকদিনের মধ্যেই তা নিশ্চিত করবে মোহনবাগান ম্যানেজমেন্ট।

উল্লেখযোগ্যভাবে, গত সিজনে মুম্বাই সিটি এফসির হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন আপুইয়া। দলের হয়ে একটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। নতুন সিজনে আপুইয়ার দিকেই তাকিয়ে থাকবে মোহনবাগান জনতা, তাদের এই নতুন সদস্য কতটা প্রভাব ফেলতে পারেন তা দেখার অপেক্ষায় থাকবে সকলে।

Enable Notifications OK No thanks