সুপার কাপের একই গ্রুপে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের জায়গা পাকা হবার পরেই মনে হচ্ছিল হয়তো ডার্বিতেই নির্ধারিত হবে কোন দল পাবে পরবর্তী রাউন্ডের টিকিট। আর হলোও তেমনই। গ্রুপ পর্বে পরপর দুই ম্যাচ জিতেছে কলকাতার দুই ব্রিগেড। ডার্বিতেই নির্ধারিত হবে দুই দলের পরবর্তী রাউন্ডের ভবিষ্যত।
![](https://bongfootball.in/wp-content/uploads/2024/01/1000009914-1024x576.jpg)
আজ দুপুরে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামে মোহনবাগান। খেলার শুরুতেই রক্ষণের বিরাট ভুলে এক গোলে পিছিয়ে পড়ে তারা। বহু চেষ্টা করেও প্রথম হাফে সেই গোলের জবাব দিতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। দ্বিতীয় হাফেও শুরুর থেকে চলেছে একের পর এক আক্রমণ। তবে প্রতিবারই হায়দ্রাবাদের রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয়েছে দল। ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যায় হায়দ্রাবাদের খেলোয়াড় নিম দর্জি তামাং। ৮৮ মিনিটের মাথায় হায়দ্রাবাদের ডিফেন্ডারের ওন গোলে সমতা ফেরায় মোহনবাগান। দ্বিতীয় হাফের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে দিমিত্রি পেট্রাটস। সেই গোলের সুবাদেই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলতে সফল হয় মোহনবাগান।
আজকের দ্বিতীয় ম্যাচে গ্রুপের আরেক দল শ্রীনিধি ডেকানের মুখোমুখি হয় ইস্টবেঙ্গল। ম্যাচের ১২ মিনিটে হিজাজি মাহেরের গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। শুরুতে এগিয়ে গিয়েও একের পর এক আক্রমণ চালিয়ে যায় তারা। ৩১ মিনিটে জাভিয়ার সিভেরিওর গোলে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল শিবির। দ্বিতীয় হাফের একদম অন্তিম লগ্নে শ্রীনিধি ডেকান পেনাল্টি থেকে এক গোলের ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাদের। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে সুপার কাপের পরবর্তী রাউন্ডের দোরগোড়ায় লাল হলুদ ব্রিগেড। তাদের সামনে এবার একমাত্র বাধা মোহনবাগান।
![](https://bongfootball.in/wp-content/uploads/2024/01/1000009859-1024x768.jpg)
সুপার কাপারে গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ। গোল ব্যবধানের দিক থেকেও সমান সমান দুই দল। আগামী ১৯ জানুয়ারি চূড়ান্ত হবে পরবর্তী রাউন্ডের একটি দল। ডার্বিতে ব্যর্থ দলকে বিদায় নিতে হবে গ্রুপ স্টেজ থেকেই। কাজেই সেদিন যে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে চলেছে সমর্থকেরা তা বলাই বাহুল্য।