আগামী সুপার কাপ ঘিরে বড়ো সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আর এই সিদ্ধান্ত নতুন বিতর্কের শুরু করল ভারতীয় ফুটবল মহলে। গতকাল আগামী সুপার কাপ আয়োজন ঘিরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় ফুটবল নিয়ামক সংস্থার তরফে। তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত টুর্নামেন্টের নামে পরিবর্তন। আগামী মরশুম থেকে সুপার কাপের নাম বদলে রাখা হলো কলিঙ্গ সুপার কাপ। মূলত ওড়িশাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

গতকাল বৈঠকে ঠিক হয় আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে ২০২৪ কলিঙ্গ সুপার কাপ। ওড়িশার দুটি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। আইএসএল এবং আই লীগের দল গুলোকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। মোট ১৬ টি দলকে চারটে গ্রুপে ভাগ করে খেলানো হবে। গ্রুপশীর্ষে থাকা দলগুলো সেমিফাইনালে উত্তীর্ণ হবে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

আরও পড়ুন: প্রাক্তনী রয় কৃষ্ণার জাদুতেই এএফসি থেকে বিদায় নিল মোহনবাগান

আই লীগের দলগুলোকে কোয়ালিফিকেশন রাউন্ড খেলে গ্রুপ স্টেজে উত্তীর্ণ হতে হবে। গ্রুপ স্টেজে তাদের জন্য থাকবে চারটি স্থান। কলিঙ্গ সুপার কাপ উত্তীর্ণ হওয়া দলের জন্য অবাক করা পুরষ্কার হিসেবে থাকবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এর প্রিলিমিনারী রাউন্ডের টিকিট। সেখানে থাকবে জর্ডান, তাজিকিস্তান, বাহরাইন, কুয়েত, তুর্কমেনিস্তানের দল। সেখানে জয় পেলে উত্তীর্ণ হিবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এর গ্রুপ স্টেজে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বলেন, “আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবারের অ্যানুয়াল সুপার কাপ বৃহৎ এবং বিস্তৃত ভাবে অনুষ্ঠিত করা হবে। এবার এই টুর্নামেন্ট কলিঙ্গ সুপার কাপ নামে পরিচিতি পাবে এবং জানুয়ারি ২০২৪ এ ওড়িশার অনুষ্ঠিত হবে। ভারতের ঘরোয়া টুর্নামেন্ট গুলোতে এটি সদর্থক উন্নতি আনবে। আমি আশাবাদী যে কলিঙ্গ সুপার কাপ সাংগঠনিক এবং দর্শকের আগ্রহ, উভয় দিক থেকেই খুব ভালো সাফল্য পাবে।”

যদিও ফেডারেশনের এইরূপ সিদ্ধান্ত জন্ম দিয়েছে একাধিক বিতর্কের। ওড়িশার খুব দ্রুত ফুটবলে উন্নতি এলেও ভারতীয় ফুটবল সমর্থকদের বেশিরভাগ অংশই রয়েছে কেরালা, বাংলা এবং নর্থ-ইস্ট ভিত্তিক। তাই সুপার কাপের মতো এত বড় টুর্নামেন্ট শুধুমাত্র ওড়িশার আয়োজনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অন্যদিকে টুর্নামেন্টের নামকরণ হয়েছে ওড়িশার ঐতিহাসিক অঞ্চল কলিঙ্গকে কেন্দ্র করে। এই অঞ্চলের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে সবসময়। তবে শুধুমাত্র একটা অঞ্চলের নামে এই টুর্নামেন্টের নামকরণ কতটা যুক্তিযুক্ত সেই নিয়েও বিতর্কের শেষ নেই।

Enable Notifications OK No thanks