
দুর্দান্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর পর টানা ভালো পারফরম্যান্স করছে সবুজ-মেরুন ব্রিগেড। কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে পরাজিত করার পর মহামেডান স্পোর্টিং ও পাঞ্জাব এফসিকেও হারিয়েছে তারা। বিশেষ করে পাঞ্জাবের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় দলকে লিগ শিল্ডের আরও কাছাকাছি নিয়ে গেছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। তবে গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলকে সম্পূর্ণ বিশ্রামের সুযোগ দিলেন কোচ জোসে মোলিনা। আপাতত চার দিনের জন্য ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে, যাতে তারা মানসিক ও শারীরিকভাবে সতেজ হয়ে ফিরতে পারে। এরপরই কেরালা ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়বে সবুজ-মেরুন শিবির।
এই ম্যাচে গ্রেগ স্টুয়ার্টের অনুপস্থিতিতে দিমিত্রি পেত্রাতোসকে শুরু থেকেই খেলানোর কথা ভাবছেন স্প্যানিশ কোচ। ফলে, বিশ্রামের পর দলের প্রস্তুতি কেমন হয়, তা দেখার অপেক্ষায় সমর্থকেরা। লিগ শিল্ড নিশ্চিত করতে হলে প্রতিটি ম্যাচেই জয় তুলে নেওয়া জরুরি, তাই কেরালা ম্যাচের দিকে তাকিয়ে আছে গোটা বাগান শিবির।